মোহাম্মদ শাহাবউদ্দীন,মহেশখালী | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালীতে মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধনকালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখেন না, সেই স্বপ্ন বাস্তবায়ন করেন। তার প্রমাণ সরাদেশের উন্নয়ন। মহেশখালীতে যুগান্তকারী উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে তা বাস্তবায়ন হতে চলছে, পরিপূর্ণ বাস্তবায়ন হলে চট্টগ্রামের পরিবর্তে মহেশখালী হবে বাণিজ্যিক রাজধানী। আগামী প্রজন্মকে মুক্তিযোদ্ধার চেতনায় সঠিক ইতিহাস তুলে ধরতে শিক্ষক, রাজনীতিক, অভিভাবকসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। ২৬ সেপ্টেম্ব বুধবার দুপুর ১২টায় মহেশখালী উপজেলার নবনির্মিত আধুনিক মুক্তিযোদ্ধা ভবন উদ্বোধন শেষে উপজেলা প্রশাসন আয়োজিত এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মহেশখালী মহেমখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা পরিষদ চেয়ারম্যান খানঁ বাহাদুর মোস্তাক আহাম্মদ চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আনোয়ার পাশা চৌধুরী, ঢাকা এফবিসিসি আই এর ডিরেক্টর এলিনা জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. জামিরুল ইসলাম। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. নুরুল আমিন, কক্সবাজার পৌরসভঅর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহাম্মদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা সভাপতি কায়ছারুল হক জুয়েল, শহীদ পরিবারের পক্ষে প্রনব কুমার দে।
দেশবিদেশ /২৭ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১২:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh