বার্তা পরিবেশক | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যানের গণসংযোগ ও পথসভা অব্যাহত রয়েছে। সোমবার বিকেলে শহরের বিভিন্ন ওয়ার্ডে অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে পৌরবাসীর কাছে এসেছি-“প্রধানমন্ত্রী বলেছেন নৌকায় ভোট দিন, উন্নয়নে মন ভরিয়ে দিবো, কক্সবাজারকে বদলে দিবো।” এক সময়ের তুখোড় ছাত্রনেতা শামীম আরো বলেন, পর্যটন নগরী কক্সবাজারের প্রতি সরকার প্রধানের সু-দৃষ্টি রয়েছে-তিনি গত দুই মেয়াদের সকার পরিচালনাকালিন এখানে হাজার কোটি টাকার মেঘা প্রকল্প দিয়েছেন, পুরো জেলাজুড়ে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে, বেশিরভাগ দৃশ্যমান প্রকল্পের কাজ শেষ পর্যায়ে, বিশেষ করে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পগুলো বাস্তবায়ন হলে এই কক্সবাজার হবে বিশ্বের দ্বিতীয় সিঙ্গাপুর। তাই প্রধানমন্ত্রীর মনোনিত মেয়র প্রার্থী মুজিবুর রহমানকে নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা। প্রতিদিনের ন্যায় নৌকার প্রার্থী সোমবার জোহরের নামাজের পর থেকে বৃহত্তর বাহারছড়া, সমিতিপাড়া ও নুনিয়ারছড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এসময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নৌকা প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা শাহজাদা মহিউদ্দিন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমদ সিআইপি, বর্তমান সহ-সভাপতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মাসেদুল হক রাসেদ, নাজনীন সরওয়ার কাবেরী, জেলা জাসদ সভাপতি নঈমুল হক চৌধুরী টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু তালেব, পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম, সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, জাসদ নেতা মোহাম্মদ হোসাইন মাসু, জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমদ জয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোরশেদ হোসাইন তানিম, বাহারছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আবুল কাশেম আবু সওদাগর, শ্রমিক নেতা শাহজাহান বাপ্পী, গিয়াস উদ্দিন, নুরুল আলম, নজরুল ইসলাম, নাসির উদ্দিন প্রমুখ।
Posted ১২:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh