বার্তা পরিবেশক | সোমবার, ০৪ মার্চ ২০১৯
সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিব চতুর্দশী পূজা উপলক্ষ্যে মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলায় আগত পূজার্থী ও দর্শনার্থীদের জন্যে আদিনাথ মন্দির পাদদেশে অবস্থিত গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরে ব্যাপক আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম সীতাকুন্ড স্রাইন কমিটি ও মহেশখালী আদিনাথ মন্দির সংস্কার কমিটির পক্ষ থেকে মহেশখালীর গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরের ব্যাসকুন্ড পুকুরে শ্রাদ্ধ তর্পন করার জন্য বলা হয়েছে। এছাড়াও মহেশখালীর গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সভাপতি রাম হরি দাশ জানান, মহেশখালীর আদিনাথ মন্দিরের পাদদেশে অবস্থিত এ গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরে প্রথম বারের মতো চন্ডীযজ্ঞ অনুষ্ঠিত হবে। এছাড়াও গীতা পাঠ ও কীর্তন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। আগত সকল ব্রাম্মণদের ব্যাসকুন্ডে বসার জন্য অনুরোধ জানিয়েছেন রাম হরি দাশ। তিনি আরো জানান, শিব চতুর্দশী পূজায় আগত সকল উপবাসী সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের জন্য গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরে প্রসাদ বিতরণ করা হবে। মহেশখালীর ঐতিহ্যবাহী এ মেলায় হাজার হাজার লোক সমাগম হবে বিধায় মহেশখালী উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের হস্তক্ষেপ কামণা করেছেন রামহরি দাশ। তিনি পূজা ও মেলায় আগত সকল সনাতন ধর্মাবলম্বীদের গয়া গঙ্গা বিষ্ণু মন্দিরে নিমন্ত্রণ জানিয়েছেন।
Posted ১:১৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ মার্চ ২০১৯
dbncox.com | ajker deshbidesh