বুধবার ২৯শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহেশখালীতে ১৩ দিন ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী আদিনাথ মেলা শুরু আজ

আমিনুল হক, মহেশখালী   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

শিব চতুর্দশী পূজা উপলক্ষে মহেশখালীতে ১৩ দিন ব্যাপী ঐতিহাসিক শ্রী শ্রী আদিনাথ মেলা শুরু আজ

সনাতন ধর্মাবলম্বীদের শিব চতুর্দশী পূজা উপলক্ষে কক্সবাজারের মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদদেশে বসছে ১৩ দিন ব্যাপী ঐতিহাসিক আদিনাথ মেলা। আজ ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের শিব পূজা। শেষ হবে আগামীকাল ১৯ ফেব্রুয়ারি বিকাল ৪ টা ৮ মিনিট ৪৯ সেকেন্ডে। ইতোমধ্যে পূজার্থী ও দর্শনার্থীরা আসতে শুরু করেছে। অনেকে মন্দির প্রাঙ্গনে এসে অবস্থান নিয়েছেন। পূজা শেষে আদিনাথ মেলা চলবে ২ মার্চ পর্যন্ত। তবে শিবের পূজা ও দর্শন দিতে প্রতি বছরের ন্যায় এ বছরও বাংলাদেশের প্রত্যন্ত এলাকার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, শ্রীলংকা ও ভূটান থেকে অনেক পূজার্থী ও দর্শনার্থীগণ আসেন। পাশাপাশি মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মেলা একটি সকল সম্প্রদায়ের ঐতিহাসিক মিলন মেলায় পরিনত হয়। এবছরও মেলায় ৩ শতাধিক হরেক রকম দোকানপাঠ বসেছে। সনাতন ধর্মাবলম্বী বিজ্ঞজনেরা জানান,
প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় সনাতন ধর্মাবলম্বীরা শিবের পূজা ও দর্শন দিয়ে থাকেন। কক্সবাজার জেলা প্রশাসন থেকে মহেশখালীর ঐতিহাসিক আদিনাথ মেলার জন্য ১৩ দিনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার ও শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ ইয়াছিন জানান, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা ও মেলায় আগত লোকজনদের যাতায়াত নির্বিঘ্ন করতে মহেশখালী হতে কক্সবাজার নৌপথে এবং মহেশখালী হতে বদরখালী ব্রিজ পর্যন্ত সড়ক পথে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ ও শ্রী শ্রী আদিনাথ মেলা সুপার প্রনব চৌধুরী জানান, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় আগত পূজার্থী, দর্শনার্থী ও তীর্থযাত্রীদের নিরাপত্তা দিতে এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে মেলা চলাকালীন পুলিশের একটা টিম সার্বক্ষনিক ওখানে থাকবেন। পাশাপাশি টহল পুলিশও থাকবে। এসময় কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে তাকে কোন ছাড় দেওয়া হবে না। শিব চতুর্দশী পূজা ও মেলা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সীতাকুণ্ড স্রাইন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাষ্টার ব্রজ গোপাল ঘোষ বলেন, প্রতি বছরের ন‍্যায় এ বছরও শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা চলবে ১৩ দিন ব্যাপী। পূজা ও মেলা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণে থাকবে। প্রশাসনের আন্তরিক সহযোগিতায় এ পূজা ও মেলা সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভাবে সম্পন্ন হতে সকলকে আন্তরিক হতে হবে। পূজা ও মেলায় বিভিন্ন উপকমিটি যথাযথ দায়িত্ব পালন করবেন। মহেশখালীর শ্রী শ্রী আদিনাথ মন্দির সংস্কার কমিটির সভাপতি ও শিব পূজা এবং শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সহ-সভাপতি শান্তি লাল নন্দী জানান, মহেশখালীতে শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় আগত পূজার্থী, দর্শনার্থী ও ভক্তবৃন্দদের জন্য মন্দির এলাকায় থাকার সু-ব‍্যবস্থা করা হয়েছে। প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের আন্তরিকতায় এ শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা সম্পন্ন করা সম্ভব। শিব পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবং ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদের মেম্বার সুজন কান্তি দে বলেন, শিব চতুর্দশী পূজা ও শ্রী শ্রী আদিনাথ মেলায় কেউ অনৈতিক কর্মকাণ্ড করার অপচেষ্টা চালালে তার বিরুদ্ধে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। মেলাকে ঘিরে যাত্রা, সার্কাস, হাউজী সহ যে কোন ধরনের জুয়া খেলা কঠোর ভাবে দমন করা হবে।

Comments

comments

Posted ১০:৫৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com