দেশবিদেশ অনলাইন ডেস্ক | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
দেবলীনা কুমার ও গৌরব চট্টোপাধ্যায়, দু’জনেই ফিটনেস ফ্রিক এবং জিম সেশনে কোনও ফাঁকি নেই। কিন্তু শাড়ি পরে জিম করা কি আর সহজ কথা? কিন্তু ঘটেছে এমনই। দিনটা ছিল মহালয়া, গত ৮ অক্টোবর। সাধারণত উৎসবের দিনগুলিতে শাড়ি পরতেই পছন্দ করেন নৃত্যশিল্পী-অভিনেত্রী দেবলীনা কুমার। তাই মহালয়াতেও শাড়ি পরবেন সেটাই স্বাভাবিক। লাল-পাড় বাসন্তী রঙের শাড়িতে সেজে সকাল সকাল বেরিয়ে পড়েন প্রভাত ফেরীতে। সঙ্গে বাবা-মা, পাড়ার পুজোর স্বজনেরা ও লাল-সাদা কুর্তা-সালোয়ারে তার ডান্স ক্লাসের ছাত্রীরা। তবে এই সাজেই বন্ধু গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে জিম করেন দেবলীনা।
Posted ১০:৩৭ অপরাহ্ণ | শনিবার, ১৩ অক্টোবর ২০১৮
dbncox.com | ajker deshbidesh