বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

শরীয়তপুরের জাজিরা উপজেলা এসিল্যান্ডের সুনাম নষ্টের পাঁয়তারা

সংবাদ বিজ্ঞপ্তি   |   বুধবার, ২২ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শরীয়তপুরের জাজিরা উপজেলা এসিল্যান্ডের সুনাম নষ্টের পাঁয়তারা

শরীয়তপুরের জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসানকে ঘিরে একটি উদ্দেশ্য প্রণোদিত মহলের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি ও সরকারি দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

জানাগেছে, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান জানুয়ারী মাস থেকে সুনামের সঙ্গে জাজিরাবাসীকে সেবা দিয়ে আসছে। তিনি দায়িত্ব নেওয়ার পর জাজিরা উপজেলায় ভূমি অফিসে আমূল পরিবর্তন এসেছে। গ্রাহকরা সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছে। এক্ষেত্রে তারা কোনো অতিরিক্ত ফি দিতে হচ্ছে না। পাশাপাশি কোনো ভোগান্তির শিকার হতে হচ্ছে না। সম্প্রতি একটি কুচক্রীমহল এই কার্যক্রম দেখে ঈর্ষান্বিত হয়ে নানান মাধ্যমে জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান এর নামে নানান মাধ্যমে নানান ধরনের অপপ্রচার ও কুৎসা রটাচ্ছে। তবে, এনিয়ে জনগণ তথা সেবাগ্রহিতাদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহবান জানিয়েছেন এই কর্মকর্তা। পাশাপাশি উপজেলা ভূমি কর্মকর্তার কার্যালয় সহ সকল ভূমি অফিসে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় অনেকেই বলেন, জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান আসার পর থেকে আমরা নিয়মিত সেবা পাচ্ছি। এসিল্যান্ড অফিস সহ কোনো ভূমি অফিসের পাশে দালালের দৌরাত্ম্য কমেছে। আমরা সরকার নির্ধারিত মূল্যে সেবা পাচ্ছি। তবে সম্প্রতি একটি কুচক্রীমহল এতে ক্ষুদ্ধ হয়ে এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

তবে তারা সফল হবে না। জনগন ও সততা থাকলে কাউকে ক্ষতি করা যায় না।

জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমি সরকারি নিয়ম মেনেই কাজ করেছি। একটি কুচক্রীমহল এখানে নানান ভাবে জনগণকে প্রতারিত করতে না পেরে আমার সুনাম নষ্টের জন্য উঠে পড়ে লেগেছে। তবে তারা সফল হবে না।

শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম বলেন, যদি দেখা যায় কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে প্রকৃত অনিয়ম থাকলেও আইন অনুযায়ী ব্যবস্থা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com