শুক্রবার ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

শফিক আজাদ,উখিয়া   |   শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ইস্যুতে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া সরকার। এ বিষয়ে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার ১১ লাখের অধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যে মানবতা দেখিয়েছে তা বিশে^র দরবারে প্রশংসিত হয়েছে। এ জন্যে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে জাতিসংঘ, আশিয়ান, ইউরোপিয়ন ইউনিয়নসহ বিশে^র বেশ কয়েকটি দেশ কাজ করছে। উখিয়ার কুতুপালং ডি-৫ ব্লক পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে একান্ত আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি এসময় আরো বলেন, রোহিঙ্গা স্ব-সম্মানে, মর্যাদার সহিত, নাগরিকত্ব নিয়ে স্বদেশ ফেরত না যাওয়া পর্যন্ত মালয়েশিয়া সরকার বাংলাদেশের পাশে থাকবেন। ত্রাণ থেকে শুরু করে সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ^স্থ করেন প্রতিরক্ষামন্ত্রী। বৃহস্পতিবার(১২জুলাই) মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সাবু বেলা সাড়ে ১১টায় কক্সবাজার বিমান বন্দরে পৌছেন। সেখান থেকে সরাসরি সড়ক পথে বেলা সাড়ে ১২টায় উখিয়ার ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে আশ্রিত নির্যাতিত রোহিঙ্গা নারী,পুরুষের সাথে কথা বলে জানতে চান, তারা এখানে কেমন আছে? এসময় প্রতি উত্তরে রোহিঙ্গারা বলেন, বাংলাদেশ সরকার তাদেরকে প্রয়োজনীয় ত্রাণ, চিকিৎসা সেবাসহ যব ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তবে এটি আমাদের দেশ নয়, আমরা দ্রুত মিয়ানমারে ফেরত যেতে চাই।
প্রতিরক্ষামন্ত্রী সাথে কথা বলার পর বেরিয়ে আসা রোহিঙ্গা ওবাইদুল হাকিম সাংবাদিকদের এসব কথা বলেন। ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তিনি কুতুপালং ডি-৫ ব্লকে মালয়েশিয়া সরকারের অর্থায়ানে পরিচালিত মালয়েশিয়া ফিল্ড হাসপাতাল পরিদর্শন করেন এবং চিকিৎসার গুণগত মান যাছাই করেন। পরে বিকেলে সাড়ে ৬টার দিকে প্রতিরক্ষামন্ত্রী কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন। এসময় তার সাথে ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত রোহিঙ্গা শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীসহ সরকারি, এনজিও কর্মকর্তারা। দেশবিদেশ /১৩ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ১২:২৫ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com