শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
রোহিঙ্গা ক্যাম্পে হাসপাতাল উদ্বোধন কালে মালয়েশিয়ান রাষ্ট্রদূত

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান

নিজস্ব প্রতিবেদক/প্রতিনিধি, উখিয়া   |   শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানের মাধ্যমে মিয়ানমারের নির্যাতিত এই জনগোষ্ঠীকে নিজ ভূমিতে ফেরানোর পরিবেশ তৈরির কার্যক্রম জোরদার করতে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নুর আশিকিন মোহাম্মদ তাইব। একইসঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছা প্রত্যাবাসন সফলে মালয়েশিয়া সরকার সর্বাত্মক চেষ্টা করবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের উখিয়ার জামতলীর ১৫নং ক্যাম্পে ‘মার্সি মালয়েশিয়া’র সহায়তায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের ফিল্ড হাসপাতাল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বলেন, ‘কিন্তু শেষপর্যন্ত রোহিঙ্গাদের তাদের নিজ ভূমিতে ফিরতে হবে।’
তিনি আরও বলেন, ‘২০১৭ সালের ২৫ আগস্টের পর রোহিঙ্গারা যখন বাংলাদেশে পালিয়ে এসে ছড়িয়ে-ছিটিয়ে আশ্রয় নিয়েছিল, তখন রোহিঙ্গাদের অবস্থা ছিল অত্যন্ত নাজুক। তাদের শারীরিক অবস্থার চরম অবনতি উত্তরণে এগিয়ে আসে মালয়েশিয়া সরকারের চিকিৎসক প্রতিনিধি দল। মালয়েশিয়া সরকার রোহিঙ্গাদের জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, ‘রোহিঙ্গা সংকটের শুরু থেকে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। শুরুর দিকে হাকিমপাড়ায় একটি ফিল্ড হাসপাতাল করা হয়। এখন জামতলীতে দ্বিতীয় হাসপাতাল স্থাপন করা হয়েছে।’
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, প্রকল্প ও গবেষণা বিভাগীয় প্রধান ডা. ওমর শরীফ ইবনে হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

comments

Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ০২ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com