বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রিত ৭শত সিসিটিভি গায়েব,৬টি নতুন সুড়ঙ্গ পথ তৈরি !

নিজস্ব প্রতিবেদক, উখিয়া   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রিত ৭শত সিসিটিভি গায়েব,৬টি নতুন সুড়ঙ্গ পথ তৈরি !

মিয়ানমার জান্তা সরকারের দমন-নিপীড়নে বাস্তচ্যুত হয়ে এপারে পালিয়ে আশ্রিত প্রায় ১২ লাখ রোহিঙ্গার অবস্থান কক্সবাজারের উখিয়া-টেকনাফের আশ্রয় শিবিরে।এ সংখ্যা ক্রমশ: বাড়ছে।

উখিয়া-টেকনাফের পাহাড়ি এলাকায় ৮ হাজার একর বনভুমি জুড়ে গড়ে উঠা ৩৩ আশ্রয় শিবির নিয়ন্ত্রণে রাখতে নিরাপদ কাঁটাতারের বেড়া’র প্রাচীর স্থাপন করা হয়েছিল।

কিন্তু সময়ের বিবর্তনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নানা অপরাধমূলক কর্মকাণ্ড বাড়তে থাকে। ইতিমধ্যে কিছু ক্যাম্পে কেটে ফেলা হয় কাঁটাতারের বেড়া। এর মধ্যে পানবাজার ক্যাম্পে অন্তত ছয়টি পয়েন্টে কেটে তৈরি করা হয়েছে গোপন পথ। স্থানীয়দের অভিযোগ, এসব কাজ করছে রোহিঙ্গারাই।এই গোপন পথ ব্যবহার করে ক্যাম্পের বাইরে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারাদের অনেকেই। এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পড়তে হচ্ছে নতুন চ্যালেঞ্জে।বিজিবি জানায়, দুষ্কৃতিকারীরা কাঁটাতার কেটে ফেলার পর সেগুলো আর মেরামত করা হয়নি। ফলে ওই পথ ব্যবহার করে কিছু রোহিঙ্গা ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে। এমনকি স্থানীয় কিছু দুষ্কৃতিকারীও তাদের সঙ্গে জড়িয়ে অপরাধে অংশ নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর মতে, স্থানীয়দের প্রশ্রয়েই রোহিঙ্গারা এই সুযোগ পাচ্ছে।কেবল কাঁটাতার নয়, এপিবিএন’র তথ্য অনুযায়ী ক্যাম্পে স্থাপিত ৭০০ সিসিটিভির একটিও এখন আর সচল নেই। এসব ধ্বংসাত্মক তৎপরতার মূল কারণ মাদক ও অস্ত্রের কারবার বলে স্বীকার করেছেন রোহিঙ্গা নেতারাও।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, দিন দিন রোহিঙ্গা ক্যাম্পগুলো অরক্ষিত হয়ে পড়ছে। তাই এখন জরুরি হয়ে পড়েছে শক্ত নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার।কবে নাগাদ নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হবে কারো জানা নেই।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com