বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   40 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার

রংপুর জেলার কাউনিয়া বিশ্বনাথ এলাকার আলোচিত মোবারক আলী হত্যা মামলার মূলহোতা মইনুল ইসলাম ওরফে মমিনুলকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫ ও র‍্যাব-১৩ এর যৌথ দল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক।

গ্রেপ্তার মো. মইনুল ইসলাম ওরফে মমিনুল ওই এলাকার কোমল বৈরাগী ওরফে ফকিরের ছেলে।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ.ম ফারুক জানান, গত ২৫ সেপ্টেম্বর রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে মোবারক আলীকে হত্যা করে মইনুল ইসলাম। ওই রাতে শাহিন বাজার থেকে নিত্যপ্রয়োজনীয় কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে মইনুল ইসলাম তার পথরোধ করে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ রান্নাঘরের পেছনে গর্ত করে পুঁতে রাখে এবং উপর দিয়ে নতুন গাছ লাগিয়ে দেয় যেন কেউ বুঝতে না পারে। পরিবারের সদস্যরা মোবারক আলীকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরে ঘাতকের বাড়ির পাশে নতুন আলগা মাটি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং মূল আসামি আত্মগোপনে চলে যায়।

তিনি আরো জানান, পরে নিহতের মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর র‍্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে জানতে পারে যে মইনুল ইসলাম কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আত্মগোপনে রয়েছে। তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত করে র‍্যাব-১৩ ও র‍্যাব-১৫ এর যৌথ দল ২৭ অক্টোবর (সোমবার) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৪ এর মধুরছড়া ব্লক-ই/২ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ভুলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com