নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১১ জুন ২০১৮
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ জিল্লার রহমান বলেছেন, ৯ হাজার রোহিঙ্গা এতিম শিশুকে মাসিক ২ হাজার করে নগদ টাকা প্রদান করবে সরকার। এছাড়া তাদের সুরক্ষায় ত্রাণের পাশাপাশি মনোসামাজিক সহযোগিতাও করা হবে। শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার শামলাপুর ত্রাণ বিতরণ কেন্দ্রে রোহিঙ্গা এতিম শিশুদের মাঝে নগদ টাকা বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রোহিঙ্গা এতিম শিশুদের সুরক্ষায় কাজ করছে সরকার। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থিত ৩০টি রোহিঙ্গা থেকে স্থানীয় সমাজসেবা অধিদপ্তরের সহায়তায় এ পর্যন্ত ৩৯ হাজার ৮৪১জন এতিম শিশুকে সনাক্ত করা হয়। এসব শিশুর কেউ কেউ নিকটাত্মীয় কিংবা পরিচিতদের সাথে বসবাস করছে। কেউ কেউ একেবারে বিচ্ছিন্নভাবেও আশ্রয় কেন্দ্রে রয়েছে। এদের মধ্য থেকে বাছাই করে ৯ হাজার শিশুর লালনপালনকারীদের মাঝে ইউনিসেফের সহযোগিতায় প্রতিমাসে ২ হাজার টাকা করে নগদ প্রদান করবে সরকার।
উদ্বোধন অনুষ্ঠানে ৫০জন রোহিঙ্গা এতিম শিশুর লালনপালনকারীদের মাঝে নগদ টাকা করে বিতরণ করা হয়। এতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মহাপরিচালক গাজী মুহাম্মদ নুরুল কবির, সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ড. নাজনিন কাউছার চৌধুরী, ইউনিসেফের কর্মকর্তা জেইন লোডাভিক মেটানিয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফ হোসেন, সমাজসেবা অধিদপ্তরের পরিচালক প্রিতম কুমার চৌধুরী, রোহিঙ্গা শিশু সুরক্ষা প্রকল্পের সমন্বয়ক আবু আবদুল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ প্রমুখ।
Posted ২:৩৯ পূর্বাহ্ণ | সোমবার, ১১ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh