দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণ রোহিঙ্গাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। রোহিঙ্গাদের সহযোগিতার জন্য বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পাশাপাশি রেডক্রসকে ধন্যবাদ জানিয়ে স্পিকার রোহিঙ্গাদের শান্তিপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে রেডক্রসকে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান।
সংসদ ভবনে আজ স্পিকারের সঙ্গে বাংলাদেশ সফররত সুইস রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট মিজ অ্যানম্যারি হুবার হটজ সাক্ষাত করতে এলে তিনি এ আহবান জানান।
সুইস রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট মিজ অ্যানম্যারি হুবার হটজ বলেন, বাংলাদেশের সাথে রেডক্রসের সম্পর্ক দীর্ঘদিনের। বাংলাদেশে হলি ফ্যামিলি হাসপাতাল পরিচালনাসহ বিভিন্ন কার্যক্রমের সাথে রেডক্রস সম্পৃক্ত। এ সময় তিনি স্বল্প সময়ে বাংলাদেশের আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রের উন্নয়ন তাকে মুগ্ধ করেছে।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে রেডক্রসের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করে স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সঠিক পথে এগুচ্ছে। এদেশ এখন সামাজিক-অর্থনৈতিক সকল সূচকে শক্ত ভিতের উপর অবস্থান করছে। রাজনৈতিক স্থিতিশীলতার কারণে বাংলাদেশ নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে আজ রোল মডেল।
সাক্ষাতকালে দেশের সংসদীয় কার্যক্রম, রোহিঙ্গা পরিস্থিতি, ত্রাণ সহায়তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন। পরে সুইস রেডক্রস সোসাইটির প্রেসিডেন্ট সংসদ ভবন পরিদর্শন করেন। দেশবিদেশ /১২ জুলাই ২০১৮/নেছার
Posted ৮:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh