দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি তিনদিনের সফর শেষে আজ বৃহস্পতিবার ফিরে গেছেন। ফিরে যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে উপস্থিত দেশি-বিদেশি সাংবাদিকের সাথে আলাপকালে তিনি বিশ্বসম্প্রদায়কে এই আহ্বান জানান। যতদিন রোহিঙ্গা সংকটের সমাধান না হবে ততদিন আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্যাতিত রোহিঙ্গাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআরের বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করছেন। এটিই তার প্রথম বাংলাদেশ সফর। ২০১৭ সালে রোহিঙ্গাদের দেখতে বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলেও নানা কারণে তা বাতিল হয়। এর আগে তিনি ২০১৫ সালে মিয়ানমার ও ২০১৬ সালে ভারত সফরকালেও রোহিঙ্গাদের সঙ্গে দেখা করেন।
জোলি তার এই সফরে প্রাধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশকে ধন্যবাদ দেন।
এদিকে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে বাংলাদেশ পালিয়ে আসা রোহিঙ্গাদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয় ক্ষতিগ্রস্থদের জন্য ৯২০ মিলিয়ন ডলার সাহায্যের একটি জয়েন্ট রেসপন্স প্ল্যান জাতিসংঘের পক্ষ থেকে আগামী সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে বলে জানা গেছে।
Posted ১০:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh