শুক্রবার ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রোহিঙ্গাদের জন্য ৪২ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

  |   মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

রোহিঙ্গাদের জন্য ৪২ কোটি টাকা দেবে যুক্তরাজ্য

যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি ফিলিপ বার্টন কক্সবাজার ও ভাসানচরের রোহিঙ্গাদের জন্য আরও তিন লাখ পাউন্ড (প্রায় ৪২ কোটি টাকা) মানবিক সহায়তা ঘোষণা করেছেন।

ঢাকার ব্রিটিশ হাইকমিশন মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যুক্তরাজ্য সরকারের এই নতুন সহায়তা জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) মাধ্যমে দেওয়া হবে।

ফিলিপ বার্টন পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপে অংশ নিতে ঢাকা সফর করছেন। এ সহায়তা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি ইউএনএইচসিআর’র মাধ্যমে যুক্তরাজ্য সরকারের আরও তিন লাখ পাউন্ড সহায়তা ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন এই সহায়তা কক্সবাজার এবং ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন পরিষেবা এবং রান্না করার জন্য জ্বালানি নিশ্চিত করতে সাহায্য করবে।’

তিনি বলেন, ‘২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর নৃশংসতার পর তারা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। এর পর ছয় বছর অতিবাহিত হয়েছে। যুক্তরাজ্য রোহিঙ্গা জনগোষ্ঠী, বাংলাদেশ ও এই সংকট দ্বারা আক্রান্ত সবার পাশে আছে।’

রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের চাপ অব্যাহত রয়েছে উল্লেখ করে ফিলিপ আরও বলেন, ‘আমরা দীর্ঘমেয়াদি সমাধানের জন্য চাপ অব্যাহত রাখছি। যাতে করে শরণার্থীরা নিরাপদে, স্বেচ্ছায় ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরে যেতে পারে; যখন সেখানকার অবস্থা তাদের জন্য অনুকূলে থাকে। যতদিন তা না হয়, যুক্তরাজ্য রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশের স্থানীয় সম্প্রদায়কে সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে যুক্তরাজ্য রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য ৩৬৫ মিলিয়ন পাউন্ড (৫ হাজার কোটি টাকার বেশি) অর্থ সহায়তা দিয়েছে।

Comments

comments

Posted ১০:৩৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০২৩

dbncox.com |

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com