দেশবিদেশ প্রতিবেদক কক্সবাজারে | শুক্রবার, ১৮ জুন ২০২১
রোহিঙ্গাদের এনআইডি ও পাসপোর্ট করতে সহযোগিতার অভিযোগে ৩ ওসি, জনপ্রতিনিধি ও নির্বাচন কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (১৭ জুন) বিকেলে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, কক্সবাজার পুলিশের বিশেষ শাখার সাবেক পরিদর্শক প্রভাষ চন্দ্র ধর বর্তমানে ডিআইজি অফিস রংপুর, এসএম মিজানুর রহমান বর্তমানে পাটুয়াখলী কন্ট্রোল রুমের পরিদর্শক, রুহুল আমিন বর্তমানে বেগমগঞ্জ নোয়াখালী থানায় কর্মরত। তারা সকলেই কক্সবাজারে কর্মরত থাকাকালীন সময়ে ১৩ জন রোহিঙ্গাকে ভোটার হতে ও পাসপোর্ট পেতে সহযোগিতা করেছেন বলে অভিযোগ আনা হয়েছে। এছাড়াও, কক্সবাজারের সাবেক জেলা নির্বাচন অফিসার মো. মোজাম্মেল হক, কক্সবাজার সদর উপজেলার ইসলাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর সিদ্দীকসহ ১৭ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮-০৭-২০০৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে ১৩ রোহিঙ্গা নাগরিককে কক্সবাজার সদর উপজেলার ইসলাবাদের স্থানীয় বাসিন্দা হিসেবে জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন সনদ, ভোটার ও পাসপোর্ট করতে সহযোগিতা করেছেন এসব অভিযুক্তরা। একই সঙ্গে ৫ রোহিঙ্গাকে বাংলাদেশী বানিয়ে ওমরাহর মাধ্যমে বিদেশ যেতেও সহযোগীতা করে কর্মকর্তারা। এসব কাজ তারা পরপস্পর যোগসাজসে করেছে বলে অভিযোগ আনা হয়।মামলার বিষয়টি নিশ্চিত করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক শরীফ উদ্দিন বলেন, ‘১৩ রোহিঙ্গাকে ভোটার হতে সহযোগীতার পাশাপাশি পাসপোর্ট পেতেও সহযোগিতা করেছে অভিযুক্তরা। বিপুল অর্থ লেনদেনের মাধ্যমে পরস্পর যোগসাজসে এসব কাজ চালানো হয়। এসব পাসপোর্ট ব্যবহার করে ৫ রোহিঙ্গাকে বিদেশে রয়েছে তাদের পাসপোর্ট বাতিল করার জন্য আমরা আবেদনও করেছি।’
Posted ৩:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ জুন ২০২১
dbncox.com | ajker deshbidesh