শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

রুম টু রিড কর্তৃক শিশুদের স্বাধীন পাঠক তৈরির উদ্যোগ প্রশংসনীয়-ইউএনও, উখিয়া

বার্তা পরিবেশক   |   বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

রুম টু রিড কর্তৃক শিশুদের স্বাধীন পাঠক তৈরির উদ্যোগ প্রশংসনীয়-ইউএনও, উখিয়া

ইউএসডিএ ও ডব্লিউএফপি’র সহযোগিতায় রুম টু রিড কর্তৃক আয়োজিত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ১০ অক্টোবর উপস্থিত ছিলেন উখিয়া উপজেলার নির্বাহী অফিসার মো: নিকারুজ্জামান চৌধূরী মহোদয়, উপজেলা শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর। উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প ব্যবস্থাপক রতন চক্রবর্র্ত্তী বলেন, রুম টু রিড কক্সবাজার জেলার উখিয়া ও কুতুবদিয়া উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৫টি) ও উখিয়া উপজেলার ১১টি ইবতেদায়ী মাদ্রাসায় ইউএসডিএ ও ডব্লিউএফপি’র সহযোগিতায় সাক্ষরতা কার্যক্রম বাস্তবায়ন করছে। শিশুদের পড়ার প্রতি অভ্যাস ও পড়ার দক্ষতা তৈরির মাধ্যমে স্বাধীন পাঠক তৈরির লক্ষ্যে রুম টু রিড কাজ করছে। ১০ মার্চ ২০১৮ তারিখে মাননীয় মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহোদয় কার্যক্রমের উদ্বোধন করেন। কার্যক্রমের অংশ হিসাবে ইতোমধ্যে উখিয়া উপজেলার প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের ২০২ জন শিক্ষক বাংলা পঠন নির্দেশনা, ৮৭ জন প্রধান শিক্ষক বাংলা পঠন নির্দেশনা ও লাইব্রেরি ব্যবস্থাপনা এবং ৩৬৪ জন শিক্ষক লাইব্রেরি ব্যবস্থাপনা ও কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। দ্বিতীয় পর্যায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির বাংলা বিষয়ের পঠন নির্দেশনা বিষয়ক প্রশিক্ষণ চলমান। উখিয়ার স্কুল ও মাদ্রাসায় ৫৩৬টি বুক শেলফ, প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য ২২২টি টিচার্স ডেস্ক, শ্রেণি ও শিশু উপযোগী প্রায় ১,৪৮,০০০ কপি গল্প বই, সহ:উপকরণ হিসাবে প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য পড়তে শিখি বই, অনুশীলন খাতা ও শিক্ষক সহায়িকা বিতরণ করা হয়েছে। উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, রুম টু রিড এর কার্যক্রম সমযোপযোগী এবং শিশুদের পঠন অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখবে। ইতোমধ্যে অনেকগুলো উপকরণ সরবরাহ করেছে যা স্কুলের জন্য দরকারী এবং প্রশিক্ষণলদ্ধ অভিজ্ঞতাগুলোও আমরা শ্রেণিকক্ষে ব্যবহার করছি। উপজেলা শিক্ষা অফিসার বলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও পিটিআই এর তত্ত্বাবধানে উপজেলা শিক্ষা কমকর্তা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউআরসি ইন্সট্রাকটর ও পিটিআই-ইন্সট্রাকটর (সাধারণ) কে রুম টু রিড প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেছেন। পরবর্তীতে রুম টু রিড ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকগণ যৌথভাবে উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণ পরিচালনা করছেন। তিনি সরবরাহকৃত উপকরণগুলোর যতœসহকারে শ্রেণিকক্ষে ব্যবহার এবং প্রশিক্ষণলদ্ধ অভিজ্ঞতাগুলো শ্রেণি পরিচালনায় ব্যবহারের পরামর্শ রাখেন। তিনি আরও বলেন, রুম টু রিড এ কার্যক্রম শিশুদের পড়ার দক্ষতা তৈরিতে ও স্বাধীন পাঠক হিসাবে গড়ে উঠতে শিশুদের সহযোগিতা করবে। মাননীয় নির্বাহী অফিসার মহোদয় বলেন, রুম টু রিড কর্তৃক শিক্ষক প্রশিক্ষণের পাশাপাশি উপকরণও বিতরণ করা হচ্ছে। প্রশিক্ষণ পরবর্তীতে প্রশিক্ষণলদ্ধ অভিজ্ঞতাগুলো শিশু শিক্ষায় প্রয়োগ করা এবং আন্তরিকতার সহিত শিশুদের ভবিষ্যৎ তৈরিতে সহযোগিতার জন্য পরামর্শ প্রদান করেন। তিনি রুম টু রিড এর সাক্ষরতা কার্যক্রমের প্রশংসা করে স্বাধীন পাঠক তৈরির উদ্যোগকে স্বাগত জানান। বাংলাদেশের অন্যান্য জেলায় যেখানে রুম টু রিড এর কার্যক্রম রয়েছে সেখানে উখিয়া উপজেলা হতে শিক্ষক নির্বাচন করে শিক্ষা সফরের আয়োজন করার জন্য রুম টু রিড এর প্রতি পরামর্শ রাখেন। পাশাপাশি প্রতিটি স্কুলে সম্ভব না হলেও অন্তত প্রতিটি ইউনিয়নে উপকরণগুলোর হিসাব নিকাশ রাখার জন্য ১ জন করে কর্মী নিয়োগের প্রতি গুরুত্ব দেন। প্রশিক্ষণে সহায়কের ভূমিকা পালন করছেন খন্দকার মাসুদুল হাসান, সিনিয়র লিটারেসি প্রোগ্রাম অফিসার, রুম টু রিড, কক্সবাজার ফিল্ড অফিস। প্রশিক্ষণ ভেন্যু- উপজেলা রিসোর্স সেন্টার, উখিয়া।

দেশবিদেশ /১১ অক্টোবর ২০১৮/নেছার

Comments

comments

Posted ১২:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com