দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০৮ জুলাই ২০১৮
টাইব্রেকারে রাশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ক্রোয়েশিয়া।
সোচি স্টেডিয়ামে দুই দলের নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে ড্র ছিল। অতিরিক্ত ৩০ মিনিটের লড়াইয়ের প্রথম অর্ধের দশম মিনিটে (১০০তম মিনিটে) গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে নেন ডমাভোজ ভিডা। লুকা মড্রিচের কর্ণার কিক হেড দিয়ে বল রাশিয়ার জালে পাঠান ভিডা।
দ্বিতীয় অর্ধের ১১৫ মিনিটে রাশিয়াকে ম্যাচে ফেরান মারিও ফিগুয়েরা ফার্নান্দেজ। ডি বক্সের খানিকটা বাইরে থেকে ফ্রি কিক পায় রাশিয়া। জোসিফ পিভারিক হাত দিয়ে বল ঠেকিয়ে পান হলুদ কার্ড। দ্রোয়েজগোয়েভের ফ্রি কিক থেকে অসাধারণ এক হেড নেন ফিগুয়েরা ফার্নান্দেজ। গোল রক্ষক চেরিশেভের ওই আক্রমণ ফেরাতে পারেননি।
২-২ গোলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শেষ হাসিটা হাসে ক্রোয়েশিয়া।
এর আগে প্রথমার্ধের ৩১ মিনিটে লিড নেয় রাশিয়া। ডেনিস চেরিশেভের ডি বক্সের বাইরের থেকে বাম পায়ের বাঁকানো শট হাওয়ায় ভাসতে ভাসতে খুঁজে পায় ক্রোয়েশিয়ার জাল। ৩৯ মিনিটে গোল শোধ দেয় ক্রোয়েশিয়া। মারিও মানজুকিচের ক্রস থেকে হেড দিয়ে রাশিয়ার রক্ষণ দূর্গ ভাঙেন আন্দ্রেজ ক্রামারিক। দেশবিদেশ /০৮ জুলাই ২০১৮/ নেছার
Posted ৩:০০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh