শওকত ইসলাম, রামু | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
রামু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক প্রতিবন্ধীদের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবাইল রিহেবিলিটেশন ভ্যান এর মাধ্যমে গতকাল সোমবার রামু বাইপাস মজিদিয়া কমপ্লেক্সে এ কর্মূচির আওতায় প্রতিবন্ধী ও ঝূঁকিতে থাকা ব্যক্তিদের বিভিন্ন চিকিৎসা সেবা দেয়া হয়। সকালে কর্মসূচির উদ্বোধন করেন, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. ঔুৎফুর রহমান। এ ভ্যানে সেবা কার্যক্রম পরিচালনা করেন, কনসালট্যান্ট ডা. মো. ছাইদুজ্জামান মজুমদার, ফিজিওথেরাপিস্ট ডা. এ বিএম জয়নুল আবেদিন। সার্বিক সহযোগিতায় ছিলেন, রামু সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন ও ডা. দিদারুল আলম। এসময় রামু উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং অপকা’র সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার আনোয়ার হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র কক্সবাজার এর উদ্যোগে দিনব্যাপী ভ্যান সার্ভিসে প্রতিবন্ধী ও ঝূঁকিতে থাকা ব্যক্তিদের অকুপেশনাল থেরাপি, প্রতিবন্ধীতা সনাক্তকরণ, বাত-ব্যথা, প্যারালাইসিস, হাত-পা অবশ হওয়া, মুখ বেকে যাওয়া, অটিজম ও অটিষ্টিক শিশুদের চিকিৎসা সেবা দেয়া হয়।
Posted ১:৪২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh