শনিবার ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
ঘটনাস্থলে বঙ্গবন্ধু ছাত্র পরিষদে অনুপ্রবেশকারি এক সাবেক শিবির ক্যাডারের উপস্থিতি নিয়ে সন্দেহ

রামুতে রাতের আঁধারে ৪ টি বোমা বিষ্ফোরণ

দেশবিদেশ রিপোর্ট   |   মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

রামুতে রাতের আঁধারে ৪ টি বোমা বিষ্ফোরণ

গতরাত ১১ টার দিকে কক্সবাজারের রামুতে উপর্যুপুরি ৪ টি দেশীয় তৈরী বোমা বিষ্ফোরিত হয়েছে। তবে এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। নির্বাচন কমিশন জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে গতরাতে গেজেট প্রকাশের খবর প্রচারের পর পরই এ ঘটনা ঘটে। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু বাইপাস রোডের জামতলি পাড়া সংলগ্ন এলাকায় বোমা ৪ টির বিষ্ফোরণ ঘটে।
তবে স্থানীয়ভাবে তৈরী বোমা বিধায় তেমন কোন ক্ষতি হয়নি। পুলিশ প্রাথমিক ভাবে ঘটনার জন্য জামায়াত-শিবিরকে সন্দেহ করছে। কতিপয় দুর্বৃত্ত একটি সিএনজি ট্যাক্সি যোগে উত্তর দিকে থেকে এসেই বোমাগুলোর বিষ্ফোরণ ঘটিয়ে সটকে পড়ে। কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন রাতে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করেছে।
ঘটনাস্থলে উপস্থিত রামুর হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ একরামুল হক পিপিএম গত মধ্যরাত বারটার দিকে জানান-‘দেশীয় তৈরী বিষ্ফোরিত বোমা ৪ টির আলামত উদ্ধার করা হয়েছে। এলাকায় পুলিশী অভিযান চলছে।’ তিনি বলেন, বোমা বিষ্ফোরণে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। প্রাথমিক ভাবে পুলিশ জামায়াত-শিবিরের কর্মীদের সন্দেহ করছে। তিনি জানান, ঘটনার সময় সেখানে সাবেক এক শিবির ক্যাডার (যিনি বর্তমানে বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সক্রিয় কর্মী) ছিল বলে প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, ঘটনাস্থলের মাত্র কয়েকশ গজ দুরে রামু বৌদ্ধ পল্লী। ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর ওই পল্লীর ১২ টি বৌদ্ধ মন্দিরে দুর্বৃত্ত দল আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এ ঘটনা সেই সময় দেশে-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ ছাড়াও বোমা বিষ্ফোরণের এলাকাটিতে বেশীর ভাগই রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের বসতি। সংখ্যালঘুদের ভয়ভীতি দেখানোর জন্যই রাতের আঁধারে সাম্প্রদায়িক গোষ্ঠি বোমা হামলার ঘটনা ঘটিয়ে থাকতে পারে। মধ্যরাতে এ রিপোর্ট লেখার সময় থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

Comments

comments

Posted ১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ অক্টোবর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com