দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
দুনিয়া কাঁপানো অভিনেত্রী প্রিয়াঙ্কার চোপড়ার পর এবার বাংলাদেশে আসছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে রোহিঙ্গা ইস্যুতে চারদিনের সফরে রোববার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা আসার কথা রয়েছে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির।
অ্যাঞ্জেলিনা জোলি আসছেন ঢাকায়!
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ইউএনএইচসিআর-এর ঢাকা কার্যালয় জানিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে বিশ্বব্যাপী জনমত গঠনে এবং রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিন দেখার জন্য রোববার মধ্যরাতে ঢাকা আসার কথা রয়েছে অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। বিশ্বখ্যাত এই অভিনেত্রীর সফরসূচি অনুযায়ী, সোমবার (৪ ফেব্রুয়ারি) তার কক্সবাজারের উদ্দেশে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
কক্সবাজারের একাধিক রোহিঙ্গা শিবির পরিদর্শন করবেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এছাড়া শিবিরগুলোতে আশ্রয় নেওয়া শিশুদের সঙ্গেও তিনি বিশেষ সময় কাটাবেন।
সফর শেষে বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হওয়ার কথা রয়েছে জোলির।
এর আগে, গত বছরের মাঝামাঝিতে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ সফর করেছিলেন প্রতিবেশী দেশ ভারতের বিশ্বখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
Posted ১০:১১ অপরাহ্ণ | রবিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh