| রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
গত ১৫ জানুয়ারি দৈনিক কালের কণ্ঠ, দৈনিক যুগান্তর ও কক্সবাজারের স্থানীয় পত্রিকায় প্রকাশিত “রামুতে ব্রিজের মূখ বন্ধ করে চেয়ারম্যানের মার্কেট নির্মাণ” শীর্ষ সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। পত্রিকায় উল্লেখিত সংবাদের সাথে বাস্তবতার কোন মিল নেই৷ সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত মানহানিকর। সংবাদে যে ব্রিজের মূখ বন্ধের কথা বলেছে তা ব্রিজের মূখ থেকে অনেক দূরে। এটি আমার রেজিষ্ট্রি জায়গা। এখানে কোন ধরণের সরকারি খাস জমি নেই। সংবাদে যে কথা বলছে সবই কাল্পনিক। ওই জমির দলিল নং ২৬২৪, আরএস খতিয়ান ৫০০, আরএস দাগ ৭০৩০, বিএস খতিয়ান ১০৫/২ খতিয়ানের বিএস দাগ ৯৪৬১। মূলত কথা হলো এটি আমার রেজিস্ট্রি জায়গা। এলাকার একটি চক্র আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে দীর্ঘদিন ধরে। ওই চক্রটি ব্রিজের পশ্চিম পাশে দোকান নির্মাণ করতে চাইলে বাঁধা দেয়ায় আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।
এমনকি আমার নির্বাচনের সময়ও ওই চক্রটি আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের অপপ্রচার চালিয়েছিল। সেই চক্রটি এখনও আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাই সংবাদকর্মীদের মিথ্যা ও বানোয়াট তথ্য আমার বিরুদ্ধে সংবাদ ছাপিয়েছে। আমি এলাকায় মানুষের ক্ষতি করেনি বলে দ্বিতীয় বারের মতো মানুষ আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন। তাই পত্রিকায় উল্লেখিত মিথ্যা ও ষড়যন্ত্র সংবাদের তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানাচ্ছি। উক্ত মিথ্যা সংবাদ নিয়ে এলাকাবাসী, প্রশাসন ও সংশ্লিষ্ট কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
এমডি শাহ আলম,
চেয়ারম্যান, রশিদনগর ইউনিয়ন পরিষদ, রামু।
Posted ৮:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩
dbncox.com | Bijoy Kumar