দেশবিদেশ অনলাইন ডেস্ক | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
রবীন্দ্রনাথের ছোট গল্প থেকে নির্মিত ‘মধ্যবর্তিনী’ নাটকে অভিনয় করলেন চলতি সময়ের অভিনেত্রী শারমিন আঁখি। আহমেদ হীরক খানের চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন রাজু খান। আগামীকাল থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা এবং রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। ধারাবাহিকটিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সোহানা সাবা, শতাব্দি ওয়াদুদ, কল্যাণ কোরাইয়া, ডলি জহুর, ও নাবিলা ইসলামসহ অনেকে। ধারাবাহিকটি প্রসঙ্গে আঁখি বলেন, রবীন্দ্রনাথের গল্পে কাজ করা বেশ কঠিন। তারপরও কনসেপ্ট অনুযায়ী লোকেশন, কস্টিউম সবকিছু মিলিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করতে। কতটুকু ভালো করতে পেরেছি তা দর্শকরা বলতে পারবে।
মধ্যবর্তিনী গল্পের প্রধান তিনটি চরিত্র নিবারণ, হরসুন্দরী ও শৈলবালা। ধারাবাহিকটিতে ইমরান, শাম্মী ও মৌ এই তিনটি চরিত্রের রূপ। এই তিনটি চরিত্রে দেখা যাবে আনিসুর রহমান মিলন, সোহানা সাবা ও আঁখিকে। দেশবিদেশ /১৩ জুলাই ২০১৮/নেছার
Posted ৬:০৬ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh