মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

যৌন হয়রানির অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

দেশবিদেশ প্রতিবেদক   |   শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২

যৌন হয়রানির অভিযোগে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কক্সবাজারে চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানির ও অশালীনতার অভিযোগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে হাসপাতাল পরিচালনা কমিটির সভাপতি এমপি সাইমুম সরওয়ার কমলের সঙ্গে একটি সমঝোতা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেন।
এবং তারা হাসপাতালে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুর রহমান।

ডা. মুমিনুর রহমান জানান, হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমান নিয়ে সংগঠিত ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের অনাকাঙ্ক্ষিত ঘটনায় চলমান কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত ১০ টা থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা হাসপাতালের রোগিরা।

কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম.ম. বিল্লাহ তকী জানান, গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানকে নিয়ে সংগঠিত ঘটনায় একটি সমঝোতা বৈঠকের সমাধান হয়েছে। একারণে আমরা বিকাল থেকে কাজে যোগদান করেছি। কক্সবাজার সদর হাসপাতালের গাইনী ও প্রসূতি বিভাগের মেডিকেল অফিসার ডা. মাহফুজুর রহমানকে প্রত্যাহার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এজন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

Comments

comments

Posted ৯:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ ফেব্রুয়ারি ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(581 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com