বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসন

‘যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আঁই গইজ্জম’ — সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

দেশবিদেশ রিপোর্ট   |   রবিবার, ২৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   81 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আঁই গইজ্জম’ — সাবেক হুইপ শাহজাহান চৌধুরী

“যে যত বৈরাত যাবি যা, বিয়া কিন্তু আঁই গইজ্জম”— ( অর্থাৎ যে যত বরযাত্রী যাবে যাও- বিয়ে কিন্তু আমিই করব)। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিএনপির মনোনয়ন ঘোষণাকে ঘিরে এমন মন্তব্য করেন ওই আসনের দলীয় সম্ভাব্য প্রার্থী এবং কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী।

এর মাধ্যমে তিনি বুঝাতে চেয়েছেন— তিনি দলের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। আসনটির ৪ বারের সংসদ সদস্য। এই আসনের মনোনয়নের জন্য আরো একজন দৌড়ঝাঁপ করলেও শেষ পর্যন্ত দল থেকে তিনিই মনোনয়ন পাবেন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিপুল ব্যবধানে হারিয়ে সংসদে যাবেন। তদুপরি একই আসনে প্রতিদ্বন্দ্বি প্রার্থী রয়েছেন জামায়াতের জেলা আমীর মওলানা নূর আহমদ আনোয়ারীও।

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে উখিয়ার কোটবাজার দক্ষিণ স্টেশনে জাতীয়তাবাদী কৃষক দল উখিয়া উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “দেশকে উন্নয়ন ও সমৃদ্ধশালী করতে একটি গণতান্ত্রিক সরকার অপরিহার্য। আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ধানের শীষ মার্কায় গণজোয়ার সৃষ্টি করে ভোটারদের কাছে যেতে হবে।”

তিনি আরও বলেন, “আমি আপনাদের পরীক্ষিত নেতা। কখনও দুর্নীতি বা স্বজনপ্রীতি করিনি। নির্বাচিত থাকি বা না থাকি— সর্বদা জনগণের পাশে আছি ও থাকব।”

সম্মেলনে উখিয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনির আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাদমান জামী চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি এস এম গিয়াস উদ্দিন আফসেল, সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহিন ও বিএনপি নেতা দলিলুর রহমান শাহিন।

এছাড়াও সমাবেশে  বক্তব্য রাখেন উখিয়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান আলী, মোশারফ হোসেন, সৈয়দ নুর, আশিফ ইকবাল মিশু ও বেলাল উদ্দিন খোকা প্রমুখ।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com