দেশবিদেশ অনলাইন ডেস্ক | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। নির্বাচনের দিন তার মন খারাপ হয়ে গেল ভোট দিতে পারলেন না বলে।
প্রতিবারই ভোটের দিন আনন্দের সঙ্গে ভোটকেন্দ্রে যান প্রিয়দর্শিনী এই নায়িকা। কিন্তু আজ (রোববার) অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বামী চিত্রনায়ক ওমর সানী।
সানী বলেন, ‘আমরা সবসময় দুজন একসঙ্গে ভোট দিতে যাই। উত্তরার ভোটার আমরা। দুর্ভাগ্যবশত আজ আমাকে একাই ভোট দিতে হলো। মৌসুমীর জ্বর। গতকাল থেকে জ্বর আরও বেড়েছে। আজ মাথা তুলে দাঁড়াতে পারছে না।’
ওমর সানী বলেন, ‘জ্বরের কারণে ভোট দিতে পারেনি বলে মৌসুমীর মন খারাপ। সবাই ওর জন্য দোয়া করবেন।’
দেশবিদেশ /২৯ ডিসেম্বর ২০১৮/নেছার
Posted ২:৪৯ অপরাহ্ণ | রবিবার, ৩০ ডিসেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh