| মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
এই শ্লোগানকে ধারণ করে “উপকূলের মানচিত্র” মহেশখালী কক্সবাজার, ২০১৭ সালে প্রতিষ্ঠিত একটি সামাজিক সংগঠন। রাজনীতিমুক্ত পরিবেশে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে “উপকূলের মানচিত্র-১” নামে সংগঠনটির আরেকটি শাখা দাঁড় করানো হয়েছে। সংগঠনটি আপনাদের সহযোগিতায় বহুদূর আগাতে চায়। আগামীতে পরিকল্পনাও রয়েছে প্রচুর। বিশেষত, সমাজের প্রান্তিক গোষ্ঠীর কথা আমলে নিয়ে সংগঠনটি সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। বিগত দিনগুলোতে আমরা বেশি কিছু করতে পারিনি। শুধু একটি ইফতার মাহফিল ও ইদের দিনে দুটি মসজিদে মুসল্লিদের মিষ্টি বিতরণ করা ছাড়া আমাদের উল্লেখ করার মতো কিছু নেই। তাছাড়া সংগঠনটি উল্লেখ করার মতো মাঠপর্যায়ে বিচরণ করে কিছু হতদরিদ্র চিহ্নিত করতে পেরেছে। যাঁরা এ পর্যন্ত ইয়নিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান এবং অন্যান্য ব্যক্তিদের কাছ থেকে কোনো সহায়তা পায়নি। আমাদের জরিপ তেমনটাই বলছে। যা খুবই দুঃখজনক।
তবে সংগঠনটি সকলের সহযোগিতা ও ভালোবাসায় সমাজকে কিছু দিতে চায়।সবার সার্বিক সহযোগিতা ও আন্তরিকতা পেলে সমাজকে সমাজের মানদণ্ডে পৌঁছাতে পারবো বলে আমরা বিশ্বাস করি।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
সভাপতি
মুহম্মদ রুহুল আমিন, “উপকূলের মানচিত্র” এবং প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সাতকানিয়া আদর্শ মহিলা ডিগ্রি কলেজ।
Posted ২:৪৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
dbncox.com | ajker deshbidesh