মঙ্গলবার ৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
কক্সবাজার পৌরসভা নির্বাচন

মেয়র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

সাইফুল ইসলাম   |   বুধবার, ২৭ জুন ২০১৮

মেয়র প্রার্থীসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল

ক্সবাজার পৌরসভা নির্বাচনে ১ মেয়র প্রার্থী, ৯ কাউন্সিলরসহ ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ২৬ জুন মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত নির্বাচন কমিশনের বেধে দেয়া সময়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১ মেয়র প্রার্থী ও ৯ কাউন্সিলসহ মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা কারেছেন নির্বাচন কমিশিন। তবে তাদের জন্য আপিল করার সুযোগ রয়েছে। এর মধ্যে মেয়র প্রার্থী ১ জন, সংরক্ষিত কাউন্সিলর ৩ জন ও সাধারণ কাউন্সিলর ৬ জন। মঙ্গলবার জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। আয়কর সনদ, ঋণখেলাপি, এবং স্বাক্ষরজনিত সমস্যার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই গতকাল ২৬ জুন শেষ হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৩ জুলাই ও ভোট গ্রহণ ২৫ জুলাই অনুষ্ঠিত হবে। বাতিল হওয়া মেয়র প্রার্থী হলেন, খোরশেদ আনোয়ার (স্বাক্ষর জালিয়াতির কারণে)। সংরক্ষিত কাউন্সিলর ১, ২ ও ৩ ওয়ার্ডের আয়েশা সিরাজ (হলফনামায় স্বাক্ষর নেই), ৪, ৫ ও ৬ ওয়ার্ডের রেবেকা সুলতানা (ঋণখেলাপি ), ও ৭, ৮ ও ৯ ওয়ার্ডের রাবিয়া সুলতানা ( আয়কর রিটার্ন দেয় নাই)। সাধারণ কাউন্সিলর ১ নং ওয়ার্ড থেকে আতা উল্লাহ (ঋণখেলাপি), ৫নং ওয়ার্ড থেকে গোলাম আরিফ লিটন (ঋণখেলাপি), ৬নং ওয়ার্ড থেকে শহীদুল্লাহ (হলফনামায় স্বাক্ষর নেই), একই ওয়ার্ড থেকে রেজাউল করিম সিকদার ( আয়কর রিটার্ন দেয় নাই), ৯ নং ওয়ার্ড থেকে শওকত আলম (হলফনামায় স্বাক্ষর নেই) ও ১১ নং ওয়ার্ড থেকে দেলোয়ার হোসেন ( প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর নেই) জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। আচরণবিধির ব্যাপারে কোনো প্রার্থীকে ছাড় দেওয়া হবে না ।

Comments

comments

Posted ৩:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com