দেশবিদেশ অনলাইন ডেস্ক | সোমবার, ১১ জুন ২০১৮
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কাকালদি গ্রামে জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে (৬৫)কে গুলি করে হত্যা করা হয়েছে। ইফতারের সময় কাকালদি চৌরাস্তায় এই হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় কাকালদি গ্রামে দুই মহিলা গ্রুপের মধ্যে ঝগড়া বাঁধে। এ সময় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই মুক্তমনা (ব্লগার) ও মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান বাচ্চুকে বুকে গুলি করে কে বা কারা। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ বাচ্চু নিহত হয়।
সিরাজদিখান সার্কেলের এএসপি মো. আশাদুজ্জামান জানান, হত্যার কোন কারণ খুঁজে পাওয়া যায়নি। এই নিয়ে তদন্ত চলছে।
ময়না তদন্তের জন্য নিহত বাচ্চুর মরদেহ সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে, নিহত বাচ্চু ঢাকার বিশাখা প্রকাশনীর মালিক।
Posted ১০:৩৯ অপরাহ্ণ | সোমবার, ১১ জুন ২০১৮
dbncox.com | ajker deshbidesh