দেশবিদেশ অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
ক্রিকেটের বণার্ঢ্য জীবন। কেমন ছিল তার পারিবারিক জীবন? কিভাবে কেটেছে যৌবনকাল? ক্রিকেট মাঠ থেকে শুরু করে রাজনীতির মাঠ সব উঠে আসছে সিনেমাতে। এতক্ষণ যার কথা বলা হচ্ছিল অথ্যাৎ যাকে নিয়ে নির্মিত হয়েছে সিনেমা তিনি পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।ইমরান খানকে নিয়ে যাদের কৌতুহল রয়েছে তারা এখন সহজেই রুপালি পর্দায় তার জীবন সম্পর্কে জানতে পারবেন।
কেননা তাকে নিয়ে নির্মিত সিনেমা ‘কাপ্তান’ শিগগিরই দেশটির হলগুলোতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
জেমাইমার সঙ্গে তার প্রেমের সময়টাও তুলে ধরা হয়েছে ছবিতে। জেমাইমার চরিত্রে অভিনয় করেছেন ওয়াজুদ সিনেমা খ্যাত সাঈদা ইমতিয়াজ।
এদিকে বুধবার এক প্রতিবেদনে এক্সপ্রেস ট্রিবিউন জানায়, নির্মিত হওয়ার পর প্রায় ছয় বছর ধরে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।
উল্লেখ্য, সিনেমাটির প্রথম টিজার মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। ওই সময় সিনেমাটি মুক্তি পাওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে আটকে যায়। দলের ক্যাপ্টেন হিসেবে ১৯৯২ সালে পাকিস্তানকে এনে দেন ক্রিকেট বিশ্বকাপ। দেশবিদেশ /১২ জুলাই ২০১৮/নেছার
Posted ৮:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুলাই ২০১৮
dbncox.com | ajker deshbidesh