বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন

মুক্তিযোদ্ধা সিরাজুল কবির দফাদারের ইন্তেকাল

টেকনাফ সংবাদদাতা::   |   বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

মুক্তিযোদ্ধা সিরাজুল কবির দফাদারের ইন্তেকাল

টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি-কমান্ডার ও হ্নীলা ইউপির সাবেক দফাদার সিরাজুল কবির অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন। রাষ্ট্রীয় মর্যাদা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা-ভালবাসায় এই বীর মুক্তিযোদ্ধাকে দাফনের মাধ্যমে চির নিদ্রায় শায়িত করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুর ২টায় উপজেলার হ্নীলা দরগাহ গোরস্থান ময়দানে জানাজা পূর্ব রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশের একটি চৌকষদল তাকে গার্ড অব অনার প্রদান করে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন। এসময় সাবেক সাংসদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ¦ অধ্যাপক মোহাম্মদ আলী, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল হোসেন, কক্সবাজার জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও বিশিষ্ট শ্রমিক নেতা আইয়ুব বাঙ্গালী, টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহির আহমদ, মুক্তিযোদ্ধা রশিদ আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এইচকে আনোয়ার (সিআইপি), টেকনাফ উপজেলা সিপিপি টীম লিডার কায়সার উদ্দিন আহমদ, হ্নীলা ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোছন, কক্সবাজার জেলা জজকোর্ট কর্মচারী কল্যান পরিষদের সভাপতি ও টেকনাফ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমিটির সভাপতি মোঃ শাহজাহানসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপর জানাজা শেষে স্থানীয় গোরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাত পৌনে ৯টারদিকে উপজেলার হ্নীলা পূর্ব ফুলের ডেইলের মৃত আব্দুল আজিজ দফাদারের পুত্র বীর মুক্তিযোদ্ধা ও সাবেক দফাদার সিরাজুল কবির (৬২) হঠাৎ ডায়াবেটিস ও প্রেসারজনিত রোগে আক্রান্ত হলে দ্রুত উদ্ধার করে হ্নীলা ষ্টেশনে ক্লিনিকে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে রেফার করে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত পৌনে ১০টারদিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, ভাই-বোন, আতœীয়-স্বজনসহ গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ১৯৭১ সালে চট্টগ্রাম ১নং সেক্টরে হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে অংশ-গ্রহণ করেন। এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

Comments

comments

Posted ২:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২১ জুন ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com