বৃহস্পতিবার ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মুক্তিযুদ্ধের সিনেমায় প্রসূন আজাদ

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮

মুক্তিযুদ্ধের সিনেমায় প্রসূন আজাদ

ছোটপর্দার অভিনেত্রী প্রসূন আজাদ। অনেক দিন ধরেই অভিনয় করে আসছেন নাটক ও বিজ্ঞাপনে। তাকে পাওয়া গেছে বড় পর্দাতেও। ২০১৪ সালে ‘অচেনা হৃদয়’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে প্রসূন আজাদের। এরপর ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’ নামক ছবিতে অভিনয় করেন।

এছাড়াও বর্তমানে তার হাতে রয়েছে ‘ভোলা’ নামের একটি চলচ্চিত্র। এই ছবিতে তিনি জুটি বেঁধেছেন শফিকুল ইসলাম সোহেলের সাথে যিনি এই ছবিটি পরিচালনা করছেন। প্রসূন ছাড়াও এ ছবিতে রয়েছে চিত্রনায়ক বাপ্পি ও আইরিন। নানা কারণে গেলো দু’বছর আগে ছবিটির শুটিং শুরু হলেও এখনও শেষ হয়নি এই ছবির শুটিং।

নতুন খবর হলো, দীর্ঘদিন পর নতুন ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। প্রসূন আজাদের নতুন ছবিটির নাম ‘উত্তরণ’। ছবিটি পরিচালনা করবেন আরিফ রাসেল। মুক্তিযুদ্ধের গল্পে নির্মিত হবে এই ছবিটি ।

প্রসূন বলেন, ‘নতুন এ ছবিটি হবে মুক্তিযুদ্ধের গল্পকে ঘিরে। আমার সাথে কথাবার্তা চূড়ান্ত হয়েছে তবে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তি হয়নি। খুব শিগগির এটির আনুষ্ঠানিক ঘোষণা আসবে। তখনই বিস্তারিত জানাবো,এখন আর কিছুই বলতে চাচ্ছি না। ছবির কেন্দ্রীয় চরিত্রে আমি অভিনয় করবো। এখন এই ছবির জন্য প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে এবার ঈদে এই অভিনেত্রীর বেশ কয়েকটি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচার হয়েছে। ঈদে মোশাররফ করিমের বিপরীতে ‘তগদির’ নাটকটি ছিলো দর্শকপ্রিয়তায়। খণ্ড নাটকের পাশাপাশি এনটিভিতে তার অভিনীত রহমতুল্লাাহ তুহিনের ‘যখন কখনো’ ও আরটিভিতে প্রিতমের ‘সেমি কর্পোরেট’ শীর্ষক ধারাবাহিক দু’টি প্রচার হচ্ছে।

দেশবিদেশ /০৪ সেপ্টেম্বর ২০১৮/নেছার

Comments

comments

Posted ৪:৫৮ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ সেপ্টেম্বর ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এবার নিশ্চিত
এবার নিশ্চিত

(1407 বার পঠিত)

রিচি আসছেন কাল
রিচি আসছেন কাল

(1235 বার পঠিত)

আবারো…
আবারো…

(1221 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com