শনিবার ২৫শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

দেশবিদেশ অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ জুলাই ২০১৮

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমারের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেওয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে গড়িমসির জন্য লাওসের ক্ষেত্রে একই পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন।
মঙ্গলবার (১০ জুলাই) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ-সংক্রান্ত বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দেশের নাগরিকদের ফেরত নিতে বলা হলেও তা বাস্তবায়নে অস্বীকৃতি অথবা দায়িত্বজ্ঞানহীনভাবে দেরি করায় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মিয়ানমার ও লাওসে মার্কিন কনস্যুলার অফিসারদের সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসার আবেদনের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, ‘মিয়ানমার ও লাওসের কাছ থেকে যথাযথ সাড়া না পাওয়ায় এই নিষেধাজ্ঞার আওতা আরও বাড়ানো হতে পারে।’
এরই মধ্যে ৯ জুলাই (সোমবার) থেকে কিছু ব্যতিক্রম ছাড়া রেঙ্গুনে যুক্তরাষ্ট্রের দূতাবাস বি-১ ও বি-২ ক্যাটাগরির সব ননইমিগ্রান্ট ভিসা দেওয়া বন্ধ করেছে। এ তালিকায় আছে মিয়ানমারের শ্রম, অভিবাসন ও পপুলেশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায় এবং এর উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যরা।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে খড়্গহস্ত। তিনি আগেই বলেছিলেন, যেসব দেশের তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত নিতে অস্বীকৃতি জানাবে তাদের সাজা দেওয়া হবে। এরই ধারাবাহিকতায় গত বছর তিনি এক নির্বাহী আদেশে সই করেন। তাতে পররাষ্ট্র ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে সংশ্লিষ্ট দেশ থেকে আবেদন করা ভিসা স্থগিত করার কথা বলা হয়েছে। দেশবিদেশ/ ১১ জুলাই ২০১৮/নেছার

Comments

comments

Posted ১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com