দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
মা-বাবা, আত্মীয়-স্বজন নিয়ে থাকা পরিবারের সংখ্যা এখন খুবই কম। বিশেষ করে শহরকেন্দ্রিক জীবনে তো তা দেখাই যায় না। ফলে মা-বাবার স্থান হচ্ছে কোনো আশ্রমে বা অন্য কোথাও।
এই যখন অবস্থা, তখন কিছু কিছু মানুষের হৃদয়ে ব্যতিক্রম হৃদকম্পনও হয়। যেমনটি হয়েছে জহিরুল ইসলাম খোকনের।রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার মাটিকাটার এই বাড়িওয়ালা দেখালেন এক নজিরবিহীন নিদর্শন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি সাইনবোর্ডের ছবি। যেখানে লেখা রয়েছে, ‘অত্র বিল্ডিং-এ অবস্থানরত সকল ভাড়াটিয়ার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে, যে সকল ভাড়াটিয়া বাবা-মাসহ অত্র বিল্ডিং-এ অবস্থান করবেন তাদের বাড়ি ভাড়া মাসিক ৫০০ টাকা করে কম নেওয়া হবে। এই নির্দেশনা আজীবনের জন্য বলবৎ থাকবে।’
পরিচয় হিসেবে দেওয়া হয়েছে, জহিরুল ইসলাম খোকন। ৪৪/৪, পশ্চিম মাটিকাটা, ঢাকা ক্যান্টনমেন্ট।
সাইনবোর্ডটি জহিরুল ইসলাম তার বাড়ির গেটের সামনে ঝুলিয়ে রেখেছেন। এই উদ্যোগের প্রশংসা করে অনেকে ফেসবুকে ছবিটি নিজের ওয়ালে শেয়ার করেছেন।
দেশবিদেশ/নেছার
Posted ১০:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh