দেশবিদেশ অনলাইন ডেস্ক | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
মালয়েশিয়ার একটি খাদ্য কারখানা থেকে ১২ বাংলাদেশিসহ ১৮ জনকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাদের ৩ মাস ধরে বেতন না দিয়ে অমানুষিক পরিশ্রম করানো হচ্ছিল। জড়িত অভিযোগে কারখানার মালিকসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার মালয়েশিয়ার কামপুং কেপায়াং এলাকা অভিযানটি চালানো হয়। পুলিশ জানায়, আটক হওয়াদের বয়স ২০ থেকে ৪০ এর মধ্যে। তাদের ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের।
কারখানাটিতে ভয় দেখিয়ে শ্রমিকদের দিয়ে সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করানো হতো। সেখান থেকে একটি ভূয়া বন্দুকও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, আটককৃতদের কোন ওয়ার্ক পারমিট ছিল না। কারখানাটির মালিকের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে মামলা করা হবে।
Posted ১০:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh