নিজস্ব প্রতিবেদক, উখিয়া | সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
মানবপাচার প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের যুগ্ন সচিব (প্রশাসন, জননিরাপত্তা বিভাগ) ড. মোঃ জাহাঙ্গীর আলম বলেছেন, মানব পাচার একটি মারাতœক ব্যাধি। যা পারিবারিক, সামাজিক, রাষ্টীয়ভাবে ব্যাপক ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। রোববার বেলা ১২ টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে মানবপাচার প্রতিরোধ কমিটির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন তিনি। তিনি আরো বলেন, মানবপাচার একটি পরিবারের স্বপ্ন ভেঙ্গে চুরমার করে দেয়। অনেকেই স্বজন হারানো ব্যাথা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে। সরকার মানব পাচারকারীদের বিরুদ্ধে কঠিন আইন পাশ করেছে। ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পর্যায়ে প্রতিরোধ কমিটি গঠন করেছে। তাতে জনপ্রতিনিধিসহ নানা পেশার মানুষকে সম্পৃক্ত করেছে। জাতীয় ভাবে মানবপাচার রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করছে। তাই সকল শ্রেনীর পেশার মানুষকে মানব পাচার প্রতিরোধে আরো সচেতন হওয়ার আহবান জানান।
পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেখ নাজমুল ইসলাম, পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এম এ মঞ্জুর, পালংখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী, মোজাফফর আহম্মদ মেম্বার প্রমূখ।
Posted ১:৩২ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৯
dbncox.com | ajker deshbidesh