বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
উখিয়ায় মাদক বিরোধী সভায় ফিরে আসার আহবান জেলা প্রশাসকের

মাদক শুধু ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজকেও ধ্বংস করে দেয়

নিজস্ব প্রতিবেদক, উখিয়া   |   বুধবার, ০৫ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   92 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মাদক শুধু ব্যক্তিকেই নয়, পরিবার, সমাজকেও ধ্বংস করে দেয়

উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা। বুধবার সকালে সভাটির আয়োজন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদকের সাথে জড়িত সবাইকে সে পথ থেকে ফিরে আসতে হবে।মাদকের কুফল সম্পর্কে তুলে ধরে এ পথ পরিহার করার আহ্বান জানান।
এসময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে, সে জন্য তাদের শপথ বাক্য পাঠ করান।

সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারস্থ র‌্যাব-১৫,র অধিনায়ন লে.কর্ণেল মোঃ কামরুল হাসান। তিনি বলেন,মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়। এ জন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। এছাড়াও তিনি সাংবাদিকদের প্রচার করতে আহ্বান করেন, কোন অসচ্ছল পরিবারে যদি মাদকাসক্ত থাকলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজার বরাবর যোগাযোগ করার আহবান জানান । র‌্যাব তাদের জন্য মাদকাসক্তি থেকে মুক্তি দিতে পুণর্বাসনের সকল খরচ বহন করবে।

অনুষ্ঠানে ৬৪ বিজিবি’র উপ-অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল এডিশনাল এসপি, ৮ এপিবিএন এর এডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি , মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কামরুল হোসেন চৌধুরী সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তরুণদের উৎসাহ দিতে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন।অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ও র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ কামরুল হাসান।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com