শুক্রবার ৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আছাদুদ জামান

মাদক ও মানব পাচার রোধে সহযোগীতা চাই

টেকনাফ প্রতিনিধি   |   রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

মাদক ও মানব পাচার রোধে সহযোগীতা চাই

মাদক ও মানবপাচার রোধে সংবাদকর্মীদের সহযোগীতা কামনা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ জামান চৌধুরী।
২৩ ফেব্রুয়ারি শনিবার টেকনাফের দৃষ্টি নন্দন বাংলাদেশ-মায়ানমার ট্রানজিট জেটিতে টেকনাফের কর্মরত সংবাদকর্মীদের সাথে এক মতবিনিময় কালে তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম করে ইয়াবাসহ যেকোন মাদক ও মানব পাচার রোধে বিজিবি সদস্যরা সক্রিয় আছে। তারপরও অন্ধকারের সুযোগ নিয়ে দুস্কৃতিকারীরা মাদক ও মানব পাচার করার চেষ্টা করে। সন্ধ্যা ৬ টা থেকে ভোর ৬ টা পর্যন্ত সীমান্ত রক্ষায় বিজিবি জওয়ানর টহলে থাকে। প্রতিদিন বিজিবির ১৭টি জলযান নাফ নদীতে টহলে থাকে উল্লেখ করে তিনি বলেন, আমরা সংবাদকর্মীদের কাছ থেকে বস্তুনিষ্ট তথ্য ও লিখনি দ্বারা আরো বেশী সহযোগীতা চাই। যাতে মাদক ও মানবপাচারমুক্ত দেশ গঠনে আমরা অগ্রনী ভুমিকা রাখতে পারি। সীমান্তে বিজিবির জনবল পর্যাপ্ত উল্লেখ্য করে তিনি আরো বলেন, শুধু দরকার সঠিক তথ্য। অনেক পাচারকারী জেলে বেশে রাতের অন্ধকারে পাচারে লিপ্ত থাকে। ফলে তাদেরকে শনাক্ত করা সময় কঠিন হয়ে পড়ে। এর আগে বিকাল ৫ টায় সংবাদকর্মীদের নিয়ে স্পীডবোট যোগে নাফ নদীর দূর্গম সীমান্ত পয়েন্ট ঘুরে দেখান। এসময় টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ অধিনায়ক শরিফুল ইসলাম জমাদ্দারসহ বিজিবির বিভিন্ন বিওপি কমান্ডার ও টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী, হাফেজ মো. কাশেম, আবুল কালাম আজাদ, সাবেক সাধারন সম্পাদক নুরুল করিম রাসেল, আব্দুল্লাহ মনির হুমায়ুন রশিদ, জসিম উদ্দিন টিপু, সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আমান উল্লাহ কবির, ক্রাইম রিপোটার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলু, সাধারন সম্পাদক জিয়াবুল হক, আব্দুর রহমান, আবুল আলী, টেকনাফ সাংবাদিক ফোরামের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, মিজান, রিয়াজুল হাসান খোকন, জুবাইর, ক্রাইম রিপোটার্স সোসাইটির মোঃ শহিদ উল্লাহ, সামসুদ্দিন, ইউসুফ মনো প্রমুখ।

Comments

comments

Posted ২:১৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com