জাকারিয়া আলফাজ, টেকনাফ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
‘এই জনপদের লক্ষাধিক মানুষের মধ্যে হাতেগোনা মাত্র কয়েকজন ব্যক্তি মাদক কারবার বা অপরাধের সঙ্গে জড়িত। এই সামান্য ক’জন মাদক অপরাধীর কারণে পুরো এলাকার মানুষের দূর্নাম হোক এটা আমাদের কাম্য নয়, নিশ্চয় আপনারাও সেটা চাননা। তাই আমরা মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে যুদ্ধে নেমেছি। দেশের নাগরিক হিসেবে আপনারা এ যুদ্ধে পুলিশকে সহযোগীতা করুন, আমরা অচিরেই একটি মাদকমুক্ত টেকনাফ উপহার দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।’
কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন এসব কথা বলেন।
গতকাল সোমবার বিকাল ৪ টার সময় শাহপরীর দ্বীপ বাজার সংলগ্ন মাঠে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাশের সভাপতিত্বে এ সভা অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, টেকনাফ উপজেলা পুলিশিং কমিটির সভাপতি নুরুল হুদা, শাহপরীর দ্বীপ কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সোনা আলী।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি সাংবাদিক তোফায়েল আহমদ বলেন, ‘ এই দেশকে সোনার বাংলা গড়তে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। পুলিশ এসব অপরাধ দমনে কাজ করছে। দেশের একজন সুনাগরিক হিসেবে নিজ নিজ অবস্থান থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদেরও এগিয়ে আসতে হবে।’
সাংবাদিক সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহপরীর দ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ। উপস্থিত ছিলেন শাহপরীর দ্বীপ কোস্ট গার্ড এর কন্টিনজেন্ট কমান্ডার মোখলেছুর রহমান, টেকনাফ থানা ওসি (অপারেশন) রাকিবুল হাসান, শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দীপক বিশ্বাস, টেকনাফ পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল হোছাইন, উপজেলা আওয়ামী লীগ নেতা রশিদ আহমদ, শাহপরীর দ্বীপ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির উল্লাহ, সাবরাং ইউপি সদস্য ফজলুল হক, নুরুল আমিন, ছেনোয়ারা বেগম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, স্কুল শিক্ষক নুরুল আলম, মো. শরীফ, শশাংক মোহন পাল, ফয়েজ উল্লাহ, দারুশ শরীয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ বদরুল আলম প্রমূখ।
সভায় শাহপরীর দ্বীপের বিভিন্ন পেশার হাজার হাজার জনতা উপস্থিত থেকে মাদকের বিরুদ্ধে তারা নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখবেন বলে প্রতিজ্ঞা করেন।
Posted ১:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh