মঙ্গলবার ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা অংশ নিতে না পারার খবরে ফুঁসিয়ে উঠেছে উখিয়া-টেকনাফবাসী

তারেকুর রহমান   |   বুধবার, ২৫ মে ২০২২

মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা অংশ নিতে না পারার খবরে ফুঁসিয়ে উঠেছে উখিয়া-টেকনাফবাসী
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কক্সবাজারের স্কুল-কলেজে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কক্সবাজার অফিস। কিন্তু এতে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা অংশ নিতে পারবে না উল্লেখ রয়েছে। যেটা নিয়ে উখিয়া-টেকনাফের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মে) বিকেলে কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে অধ্যক্ষ স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিকে ঘিরে কক্সবাজারে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।
বিজ্ঞপ্তিতে প্রতিযোগিতার ১নং নিয়মে কক্সবাজার জেলার সকল ছাত্র-ছাত্রী রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে বলা হলেও ‘উখিয়া-টেকনাফ ব্যতীত’ উল্লেখ করা হয়েছে প্রকাশিত বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কক্সবাজার মহিলা কলেজে অধ্যায়নরত উখিয়া-টেকনাফের কোন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এনিয়ে মাদকবিরোধী রচনা প্রতিযোগিতায় অংশ নিতে না পারার খবরে ফুঁসিয়ে উঠেছে উখিয়া-টেকনাফের জন সাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকের প্রশ্ন- উখিয়া-টেকনাফের শিক্ষার্থীরা মাদক বিরোধী রচনায় অংশ নিতে না পারার কারণ কী? তারা কি মাদকের সাথে জড়িত নাকি উখিয়া-টেকনাফে জন্ম নিয়েছে বলে?
নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীতে অধ্যায়নরত উখিয়া উপজেলার এক ছাত্রী জানান, ‘কলেজ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আমরা যারা উখিয়া-টেকনাফের শিক্ষার্থী তারা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবো না। কলেজে জেলার সব প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে। আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে।’
বিজ্ঞপ্তি প্রসঙ্গে কক্সবাজার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোলাইমান বলেন, ‘প্রতিযোগিতাটি আয়োজন করছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির নির্দেশনা অনুযায়ী আমরা বিজ্ঞপ্তি প্রকাশ করেছি।’
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,কক্সবাজারের সহকারী পরিচালক রহুল আমিন জানান, ‘গত ৮ মে আমি নোটিশটি পাবলিশ করেছি। সরকার  উখিয়া-টেকনাফ সীমান্ত উপজেলাকে বিশেষ জোন ঘোষণা করে সেখানে আলাদা সহকারী পরিচালকের অফিস স্থাপন করেছে যেটি টেকনাফ অবস্থিত। সেটিও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস। সেখানে মুলত উখিয়া-টেকনাফের বিষয়টি দেখার দায়িত্ব। তাই কক্সবাজার থেকে উখিয়া টেকনাফের নাম বাদ দেয়া হয়েছে।’
টেকনাফ অফিসের সহকারী পরিচালক  সিরাজুল মোস্তফা বলেন, ‘মাদক বিরোধী রচনা প্রতিযোগিতায় টেকনাফ অফিস আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করবে। কক্সবাজার অফিস আগে প্রকাশ করায় সেখানে উখিয়া-টেকনাফের নাম বাদ দেয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এটা নিয়ে বিভ্রত হওয়ার কিছু নেই। শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এবং উখিয়া টেকনাফের শিক্ষার্থীরা রচনায় অংশগ্রহণ করতে পারবে।’
তবে মানবাধিকারকর্মীরা বলছেন, ডিএনসি এবং কলেজের দেওয়া অজুহাত কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারেনা৷ এটি স্পষ্টত বৈষম্যমূলক আচরণ। এই ধরনের আয়োজন এবং আচরণের ফলে উখিয়া-টেকনাফের শিক্ষার্থীদের প্রতি অন্য শিক্ষার্থীদের মধ্যে ঘৃণা-বিদ্বেষ জন্মাবে। শিক্ষা প্রতিষ্ঠান যেখানে ভবিষ্যতের কর্ণধারদের সমতার শিক্ষা দিবে সেখানে এই ধরনের আচরণ মেনে নেওয়ার মতো নয় বলে উল্লেখ করেন তারা।

Comments

comments

Posted ১১:৪১ পূর্বাহ্ণ | বুধবার, ২৫ মে ২০২২

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

(581 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com