নিজস্ব প্রতিবেদক | শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে প্রতিপক্ষের হামলায় ধলা মিয়া নিহত হয়েছে বলে দাবী করেন তার পরিবার । জানা যায় গত ২০ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টার সময় মাতারবাড়ী ইউনিয়নের মধ্যম রাজঘাট এলাকার ইকবাল হোসেন প্রকাশ ধলা মিয়া একই এলাকার মৃত তালেব অালীর পুত্র সোনা মিয়ার সাথে লবনের টাকার ব্যাপারে কথা কাটাকাটি হয় । কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে তারা ঝগড়া করতে চাইলে উপস্থিত লোকজন তাদের দু’জনকে মিমাংসা করে দেয় । তখন সেখান থেকে তারা দু’জনই যার যার ঘরে চলে যায় । পরে দুপুর ২ টার সময় ধলা মিয়া পার্শবর্তী একটি টিউবওয়েলে গোসল করতে গেলে সেখানে মৃত তালেব অালীর পুত্র সোনা মিয়া , মোঃ রাসেল , রুবি অাক্তার , মৃত শামসু মিয়ার স্ত্রী অানোয়ারা , সোনা মিয়ার পুত্র মোঃ জিকু ও সোনা মিয়ার স্ত্রী জবনি বেগম মিলে ধলা মিয়ার উপর অতর্কিত ভাবে হামলা করে । তাদের হামলায় শরীরে মারাত্বক ইটের অাঘাতে ধলা মিয়া মাটিতে পড়ে যায় । অাহত ধলা মিয়াকে তার অাত্বীয় স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে তাকে চকরিয়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন । সেখান থেকে ধলা মিয়ার লাশ মাতারবাড়ী তার নিজ বাড়ীতে নিয়ে অাসে । নিহত ধলা মিয়ার ভাই মাতারবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক ডাঃ নুর কাসেম জানান , অামার ভাইকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে , এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি । এদিকে গত ২১ সেপ্টেম্বর শুক্রবার রাত ৯ টায় নিহত ধলা মিয়ার লাশ ময়না তদন্ত শেষে তার নিজ এলাকায় জানাযা ও দাপন সম্পন্ন হয়েছে । ঘটনার দিন খবর পেয়ে রাত ৮ টা ২০ মিনিটের সময় মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এস অাই অামিনুর রহমান মধ্যম রাজঘাট নিহত ধলা মিয়ার বাড়ীতে যান । সেখানে তিনি লাশের সুরত হাল তৈরি করে ময়না তদন্তের জন্য মহেশখালী থানার ওসির নির্দেশে লাশ কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান এস অাই অামিনুর রহমান । তিনি বলেন লাশের সুরত তৈরি করার সময় তার পিঠে একটা সামান্য অাঘাতের চিহ্ন রয়েছে , অার কোথাও শরীরে অাঘাতের চিহ্ন পাওয়া যায়নি , তবে হত্যার বিষয়টি লাশের ময়না তদন্তের রিপোর্টের উপর নির্ভরশীল বলেও জানান এস অাই অামিন ।
Posted ১০:১১ অপরাহ্ণ | শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh