বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম
পানি নিস্কাশনের ব্যবস্থা না করে কয়লা বিদ্যুৎ নির্মানের মাটি ভরাট, জলাবদ্ধতা

মাতারবাড়ীতে পরীক্ষার্থী বহণকারী নৌকা ডুবিব, আহত ৬

মোহাম্মদ শাহাবউদ্দীন, মহেশখালী   |   বুধবার, ১১ জুলাই ২০১৮

মাতারবাড়ীতে পরীক্ষার্থী বহণকারী নৌকা ডুবিব, আহত ৬

মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে কয়লা বিদ্যুৎ নির্মাণে মাটি ভরাট করার কারণে বৃষ্টির পানিতে ডুবে আছে বাড়ীঘরসহ রাস্তাঘাট। জীবণের ঝুকিঁ নিয়ে চলাচল করছে নারী পুরুষ, বৃদ্ধা। নৌকা নিয়ে স্কুলে পরীক্ষা দিয়ে বাড়ী ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে। এতে ৭ ছাত্রী গুরুতর আহত হয়েছে। ১১ জুলাই বেলা ২টায় এ ঘটনা ঘটে।মুমূর্ষু অবস্থায় স্থানীয় জনগণ ছাত্রছাত্রীদের উদ্বার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে । তবে এই ঘটনায় ৬ জন ছাত্রছাত্রীর বই খাতা পানিতে ভিজে নস্ট হয়ে যায়। এ ঘটনায় সাধারণ মানুষের মধো ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাতারবাড়ীর ইউপি সদস্য রিয়াজ উদ্দীন বলেন, মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানে জাইকা মাটি দিয়ে বাঁধ দেওয়ায় পানি চলাচলের সøুইচ গেইট বন্ধ হয়ে যায়।

ফলে বর্ষায় অতি বৃষ্টির কারণে কাঁচা ঘরবাড়ি, রাস্তাঘাট পানিতে ডুবে গেছে।১১ই জুলাই বুধবার বিকালে মাতারবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা পরীক্ষা শেষে পুরান বাজার এলাকা থেকে নৌকা যোগে ফুলজান মোরা নিজ বাড়ী ফেরার পথে নৌকা ডুবির ঘটনা ঘটে।পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডুবন্ত অবস্থার থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। মাতারবাড়ীর মানবাধিকার সুরক্ষা কর্মী হামেদ হোসাইন বলেন কয়লা বিদ্যুৎ প্রকল্পের অপরিকল্পিত ভাবে মাটি ভরাট ও সøুইচ গেইট বন্ধ থাকার ফলে ১৫টি গ্রামের মানুষ পানি বন্দি হয়ে আছে বিগত ৩ মাস ধরে। দ্রুত পানি নিস্কাশনের ব্যবস্থা না করলে জনজীবণে ব্যাপক ক্ষতি হবে বলে জানান। মাতারবাড়ী ইউপি চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ মানুষের কষ্টের কথা স্বীকার করে বলেন, সরকারের কাছে তদবির করছি। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসেই পানি নিস্কাশনের ব্যবস্থা হবে।

Comments

comments

Posted ৯:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১১ জুলাই ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com