বার্তা পরিবেশক | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন বাগানবাড়ীর ঘেরাবেড়া ভাংচুর করার অভিযোগ উঠেছে। সংবাদদাতা,মহেশখালী-১২সেপ্টেম্বর/১৮খ্রি: মহেশখালী পৌরসভার পুটিবিলা গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে প্রতিপক্ষের লোকজন বাগানবাড়ীর ঘেরাবেড়া ভাচুর করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১২ ই সেপ্টেম্বর গভীর রাতে। পুটিবিলা মৌজার বিএস নং-২৯২ ও ২৯৩ খতিয়ানের মুল মালিক নুরজাহান গং এর ওয়ারিশ বাগানবাড়ীর মালীক মকছুদ মিয়া জানান, উক্ত খতিয়ানের আন্দরে আমার মা ওয়ারিশ সুত্র হিস্যামতে জমির মালিক হয়। একই খতিয়ান থেকে অন্যান্য ওয়ারিশ থেকে আমরা আরো জমি ক্রয়করেছি। দীর্ঘি দুই যোগের অধিক সময় ধরে ভোগ দখলে স্থিত থেকে, ভোগদখলীয় জমিতে বিভিন্ন রকমের ফলদ ও বনজ গাছ রোপন করে বাগানে পরিণত করি। অত্র উপজেলায় সরকারের বিভিন্ন উন্নয়ন মূখী প্রকল্প বাস্তবায়ন হতে যাওয়ায়,এখানকার জায়গা জমির মূল্যবৃদ্ধি পাওয়ায়। আমাদের শান্তিপূর্ণ ভোগদখলীয় জমিতে লোলোপ পড়ে ভূমিদস্যু জবর দখলকারীদের। উক্ত খতিয়ানের জমির উপর তৎকালিন সময়ে একটি বড় পুকুর খন্নন করা হয়েছিল। কয়েক মাস আগে ওই পুকুর থেকে প্রায় ৪লক্ষ টাকার মাটি বিক্রি করেদেয় প্রভাবশালীরা। খন্নন করার নামে পুকুরটি মাটি বিক্রি করা হলেও মুল মালিকরা মাটি বিক্রির টাকা পায়নি বলে অভিযোগ করেছেন নুর জাহানের ওয়ারিশগণ। উক্ত খতিয়ানের জমির বিভিন্ন ভাগবন্টন নিয়ে কক্সবাজার জেলা জ্জ আদালতে মামলা রয়েছে যাহার নং-১৪৭/২০১৬ইং। মহেশখালী থানায় জিআর মামলা রয়েছে। বিভিন্ন আদালতে মামলা থাকার পরও আইনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে একের পর এক আইন পরিপন্তি ঘটনা ঘটাচ্ছে প্রতিপক্ষের লোকজন। এহেন অবস্থার থেকে পরিত্রাণ পেতে দেশের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সুষ্ঠু তদন্ত পূর্বক ন্যায় বিচার প্রার্থনা করেছেন নুর জাহানের ওয়ারিশগণ।
Posted ৯:১০ অপরাহ্ণ | বুধবার, ১২ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh