বার্তা পরিবেশক | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
স্বাগতিক মহেশখালী ক্রিকেট একাডেমী বনাম সফরকারী গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর মধ্যকারা “আজমাঈন হাসনাঈন টি-২০ ম্যাচ মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় আরম্ভ হয়।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই সফরকারীরা।
ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী ১৯.০৪ বলে ২০০ রান সংগ্রহ করে। ২০১ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে স্বাগতিকরা ১৪৬ রানে ১৭ ওভারে অলআউট হয়।
ম্যাচ শেষে দুই দলকেই শুভেচ্ছা স্মারক প্রদান করেন মহেশখালী পৌরসভার সাবেক মেয়র, ক্রীড়া ব্যাক্তিত্ব জনাব সরওয়ার আজম, মহেশখালী ক্রিকেট একাডেমীর কোচ ও পরিচালক এম তারেক রহমান, একাডেমীর সাধারন সম্পাদক ইমরান উল্লাহ, গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমীর কোচ আব্দুস শুক্কুর ও সহকারী কোচ নাসির সহ অন্যান্যরা।
এসময় অতিথিবৃন্দ সফরকারীদের মহেশখালী আগমণকে স্বাগতম জানান এবং জয়ের জন্য অভিনন্দন জানান। স্বাগতিক মহেশখালী ক্রিকেট একাডেমীর খেলোয়াড়দের আরো ভাল খেলে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্কোর-
গ্রীণ সিলেট ক্রিকেট একাডেমী-২০০/০৯ (১৯.০৪) ওভার। ইকবাল-২৩, মুহাম্মদ-২৫, হৃদয়-৩০, শরীফ-২৪, মাজেদ- ২৫ নজরুল-৩, তাহসিন- ৩, রুবেল, আলা উদ্দীন ও শফিক ১ উইকেট।
মহেশখালী ক্রিকেট একাডেমী-১৪৬/১০ (১৭) ওভার। শুক্কুর-৪২, শংকর-২১, শফিক-১২, জিশান-১৫, তানিম-১৪, শাহিন-১২ মিনহাজ-৩, রাসেল-৩, মামুন-২, খালেদ-১ উইকেট।
Posted ৮:০১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
dbncox.com | ajker deshbidesh