বৃহস্পতিবার ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
Advertisement Placeholder
কক্সবাজারের ডিসির সাথে মহেশখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাত

মহেশখালীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ৭ দফা দাবি পেশ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ০২ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   98 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালীর সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ৭ দফা দাবি পেশ

মহেশখালী দ্বীপের সার্বিক উন্নয়ন ও জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে লিখিত ৭দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিয়েছেন মহেশখালীতে কর্মরত মহেশখালী প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

২ নভেম্বর রবিবার বিকাল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাতকার অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকরা মহেশখালীর প্রধান প্রধান সমস্যা নিয়ে জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন।

সাংবাদিক নেতৃবৃন্দরা মহেশখালীর উন্নয়নে যেসব দাবি-দাওয়া পেশ করলেন তৎমধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হচ্ছে, লবণ শিল্প রক্ষায় উৎপাদিত লবণের ন্যায্য মূল্য নিশ্চিত করণ, মহেশখালী-কক্সবাজার রুটে পারাপারের সুবিধার্থে আরেকটি সী ট্রাক চালু করণ, কালারমারছড়ার অস্থায়ী পুলিশ ফাঁড়ি স্থায়ীভাবে দ্রুত বাস্তবায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সোনাদিয়া এলাকায় আরও ম্যানগ্রোভ বনায়ন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ থেকে মহেশখালীর জন্য ২৫ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ নিশ্চিত করা, মহেশখালীর চারিদিকে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার জন্য পলিটেকনিক কলেজ স্থাপন বাস্তবায়ন, মাতারবাড়ি বন্দর থানা বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ ইত্যাদি।

মত বিনিময় কালে জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের জন্য নিজেদের স্বার্থ ত্যাগ করে জমি দিয়ে এই মেগা প্রকল্প বাস্তবায়নে মহেশখালীর মানুষের অবিস্মরণীয় অবদান রয়েছে। তাই মহেশখালীর মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়ার অবশ্যই দাবিদার। অপরদিকে লবণ শিল্পকে টিকিয়ে রাখতে বিষয়টি সরকারের মন্ত্রণালয় পর্যায়ে দাবি-দাওয়া তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে। কালারমার কলা পরিস্থিতি বিষয়ে স্থানীয় জনগণকে রাষ্ট্রীয় আইন মেনে চলার পরামর্শ দিয়ে জেলা প্রশাসক বলেন, কোন অবস্থাতেই আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে সহযোগিতা করুন। পর্যায়ক্রমে সকল দাবি দাওয়া বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক।

মত বিনিময় কালে মহেশখালী প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি জয়নাল আবেদীন ( ইনকিলাব), সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু ( মানবজমিন), সিনিয়র সদস্য, রুহুল বয়ান ( প্রথম আলো), সহ সভাপতি সৈয়দ মোস্তফা আলী, যুগ্ম সম্পাদক শাহাব উদ্দিন (সমকাল), অর্থ সম্পাদক মকছুদুর রহমান ( আমার দেশ), সাংগঠনিক সম্পাদক তারেকুর রহমান (নয়া দিগন্ত), কার্যকরী সদস্য হারুনর রশীদ ( পূর্ব দেশ), সরওয়ার কামাল ( সংগ্রাম) ও সিনিয়র সদস্য আবদুর রাজ্জাক ( ই টেন টিভি প্রাইম)।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : ০৩৪১-৬৪১৮৮। বিজ্ঞাপন ও সার্কুলেশন 01870-646060

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com