বার্তা পরিবেশক | বুধবার, ১৫ আগস্ট ২০১৮
মহেশখালীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি। ১৫ই আগষ্ট মহান জাতীয় শোক দিবসে মহেশখালী উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ সকাল ১০টার সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন মহেশখালীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা। এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এম.পি,মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম,জেলা আওয়ামীলীগে উপদেষ্টা ডা: নুরুল আমিন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজু রহমান বি.এ, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ছালেহ আহমদ,দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা ডা: ফরোজ খান, বাবু কমল কৃষ্ঞ ঘোষ, শান্তি পদ দে, রবীন্দ্র লাল দে, নুরুল আমিন, রনজিৎ ভট্রচার্য্য, প্রিয় তোষ দে, বাসন্তি ভট্রচার্য্য, নিরঞ্জন দত্ত, সুদির কর্মকার, প্রণব কান্তি দে, পূর্ণ চন্দ্র দে, সনতোষ কুমার, শ্যামল পাল, সমীর কান্তি দে, ভ্রমর কান্তি দে,বিভুতি পাল, ওসমান গণি প্রমূখ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলদিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দরা বলেন- মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলস্থরের নেতাকর্মীদের কাঁধে কাধ মিলিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে, আগামীতে আবারো নৌকার বিজয় নিশ্চিত করার উদ্ধাত্ত আহবান জানান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনিমার্ণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজ বাস্তবায়নের লক্ষে মহেশখালী- কুতুবদিয়া আসনটিতে নৌকা মার্কার বিজয় চিনিয়ে আনতে মহেশখালীর শহীদ মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ পরিষদ নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অসহায় দোস্ত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যেরা সরকারী বিভিন্ন সুযোগ সুবিদাধী পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানান।
দেশবিদেশ /১৫ আগস্ট ২০১৮/নেছার
Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১৫ আগস্ট ২০১৮
dbncox.com | ajker deshbidesh