বৃহস্পতিবার ৩০শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহেশখালীর ইউনুুছখালীতে জাতীয় চার নেতা ও শেখ রাসেল স্মৃতি স্মরণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে

ক্রীড়া প্রতিবেদক   |   বুধবার, ০১ আগস্ট ২০১৮

মহেশখালীর ইউনুুছখালীতে জাতীয় চার নেতা ও শেখ রাসেল স্মৃতি স্মরণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে

মহেশখালীর ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত ৩০ বছরের উর্ধ্বে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে জাতীয় চার নেতা ও শেখ রাসেল স্মৃতি স্মরণে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট -২০১৮ এর উদ্বোধনী খেলা ১ আগষ্ট বিকালে ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।এলাকার ৩০ বছরের উর্ধ্বে প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে ৫ টি দলে বিভক্ত করে এ টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে।কালারমারছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুছ চৌধুরীর উদ্দ্যেগে ও আন্তরিকতায় এ টুর্ণামেন্টের শুরু হয়েছে।তিনিই এ টুর্ণামেন্টের দাতা।বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের নামে ৫ টি দল নিয়ে পয়েন্ট ভিত্তিতে এ টুর্ণামেন্ট চলবে।

১ লা আগষ্ট বিকালে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন,টুর্ণামেন্টের উদ্যেক্তা ও ট্রফির দাতা, কালারমারছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুছ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট ক্রীড়াবীদ আবু ছৈয়দ।বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে টুর্ণামেন্টের এ উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,কক্সবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জাকারিয়া,কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ফেরদৌস আহমদ বাবুল,কালারমারছড়া ইউনিয়নের সাবেক মেম্বার ইকবাল বাহার চৌধুরী,বিশিষ্ট ব্যবসায়ী ফখরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল হক।উদ্বোধনী খেলায় শহীদ ক্যাপ্টেন মনসুর আলী দল ১–০ গোলে শহীদ এএইচএম কামরুজ্জামান দলকে হারিয়ে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে।খেলায় রেফারী ছিলেন, ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদালয়ের বিপিএড শিক্ষক মোহাম্মদ মোহিবুল্লাহ,সহকারী রেফারী ছিলেন, সাইফুল ইসলাম ও আব্দুল মান্নান।টুর্ণামেন্টের অপর ৩ টি দল হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম,শহীদ তাজ উদ্দিন আহমেদ ও শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদ।মহেশখালীতে প্রথম বারের মতো প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এ খেলা শুরু হয়েছে।

প্রবীন খেলোয়াড়দের খেলা দেখে এলাকার দর্শক শ্রোতা খুবই আনন্দিত ও উল্লাসিত।প্রয়াত জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর কনিষ্ট পুত্র শেখ রাসেলের নামে এলাকার প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে এ ধরণের টুর্ণামেন্টের উদ্যেগ নেওয়ায় এলাকাবাসী কালারমারছড়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান ও ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব গোলাম কুদ্দুছ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন। আজকের খেলা ঃ শহীদ সৈয়দ নজরুল ইসলাম বনাম শহীদ শেখ রাসেল স্মৃতি সংসদ।

দেশবিদেশ /০১ আগস্ট ২০১৮/ নেছার

Comments

comments

Posted ১১:০২ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

কৃষক ‘মাশরাফি’
কৃষক ‘মাশরাফি’

(1200 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com