বুধবার ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিরোনাম
শিরোনাম

মহেশখালীতে ৬ টি বসতবাড়ী অাগুনে পুড়ে ছাঁই , প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

নিজস্ব প্রতিনিধি,মহেশখালী    |   সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

মহেশখালীতে ৬ টি বসতবাড়ী অাগুনে পুড়ে ছাঁই , প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি 

মহেশখালী মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে ৬ টি বসতবাড়ী পুড়ে সম্পুর্ন ছাঁই হয়ে গেছে । স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায় , ১৪ জানুয়ারী সোমবার রাত ৮ ঘটিকার সময় মৃত পেঠাল অালীর পুত্র অাবু বকর এর বাড়ীতে অাগুনের লেলিহান দেখতে পায় স্থানীরা , এ সময় মুহুর্তের মধ্যে দাউ দাউ করে ৬টি পরিবার চোখের সামনে পুড়ে যেতে দেখলেও অাশে পাশে কোন পানি না থাকায় তারা অাগুন নিভাতে পারে নি , রক্ষা করতে পারে নি বাড়ীর কোন কিছু জিনিস পত্রও । ক্ষতিগ্রস্ত বাড়ীর মালিক জানান , রাত অানুমানিক ৮ টার সময় বাড়ী থেকে বৈদ্যুতিক শর্ট লেগে এ অাগুনের সূত্রপাত বলে ধারনা করেছেন । ক্ষতিগ্রস্ত বাড়ী মালিক অাবু তালেব জানান , বাড়ীতে সবাই থাকা সত্যেও হঠাৎ বৈদ্যুতিক শর্ট লেগে মুহুর্তের মধ্যে সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে । তিনি জানান বাড়ীতে থাকা ৬ পরিবারের নগত ৮০ হাজার টাকা , বাড়ীর মুল্যবান কাগজপত্র ও অাসবাবপত্র সহ প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান । ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন , স্থানীয় ইউনুছখালী নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুহাম্মদ এমরান ছরওয়ার । এদিকে মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জামিরুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন , কালারমারছড়ায় বাড়ীতে অাগুন লাগার বিষয়টি অামাকে কেউ অবহিত করে নি । তবে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমান জানিয়ে লিখিত দরখাস্ত দিলে অার্থিক অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান ।

Comments

comments

Posted ১১:০৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

dbncox.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

দশ বছর পর
দশ বছর পর

(1534 বার পঠিত)

সেই মা সেই ছবি
সেই মা সেই ছবি

(1154 বার পঠিত)

(1137 বার পঠিত)

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

প্রকাশক
তাহা ইয়াহিয়া
সম্পাদক
মোঃ আয়ুবুল ইসলাম
প্রধান কার্যালয়
প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত
ফোন ও ফ্যাক্স
০৩৪১-৬৪১৮৮
বিজ্ঞাপন ও সার্কুলেশন
01870-646060
Email
ajkerdeshbidesh@yahoo.com