নিজস্ব প্রতিবেদক,মহেশখালী | সোমবার, ১৩ মে ২০১৯
মহেশখালী থানা পুলিশ হোয়ানক পানিরছড়া ও কালারমার ছড়া থেকে ২৬ রোহিঙ্গা কে উদ্ধার ও স্থানীয় ২ ব্যাক্তিকে কে আটক করেছে। মহেশখালী থানার এসআই পংকজ দাশ এর নেতৃত্বে ১২মে অভিযান চালিয়ে হোয়ানক পানিরছড়ার কবির আহাম্মদ এর বসতবাড়ী থেকে ১০জন রোহিঙ্গা নাগরিক নারী পুরুষকে উদ্ধার করা হয়। তাদের আশ্রয় দেওয়ার অভিযোগে পানিরছড়া মৃত আব্দুল মজিদের পুত্র কবির আহমেদ(৪৮) ও আব্দুল মজিদ কে আটক করেছে। পরে রাত সাড়ে ১০টায় উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধার ঘোনা ও নোনাছড়ি এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরো ১৪ জন মালয়েশিয়াগামী রোহিঙ্গা নারী পুরুষকে গ্রেপ্তার করেছে। মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরের নেতৃত্বে কালারমার ছড়া পুলিশ ক্যাম্পের এস,আই লিটন চন্দ্র সিংহ, এ,এস,আই জাহাংগীর ও হোয়ানক পুলিশ ক্যাম্পের আই,সি এ,এস,আই সফিকূল ইসলাম এর যৌথ অভিযানে এসব রোহিঙ্গাদের আটক করা হয়।
উল্লেখ্য সম্প্রতি মহেশখালী দ্বীপ সংলগ্ন পশ্চিম বঙ্গোপসাগর দিয়ে মহেশখালী ও উখিয়া এলাকা ভিত্তিক একটি আদমপাচারকারি চক্রের একটি সিন্ডিকেট এসব রোহিঙ্গাকে পাচারের উদ্দ্যেশ্য মহেশখালী দ্বীপে নিয়ে এসেছিল।
Posted ১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মে ২০১৯
dbncox.com | ajker deshbidesh