নিজস্ব প্রতিবেদক, মহেশখালী | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
মহেশখালী টমটমসহ বিভিন্ন প্রকার গাড়ীর চালকের আসনে শিশু, ট্রলার শ্রমিকসহ বিভিন্ন পেশার মানুষ। যার ফলে প্রতিনিয়ত দূর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটে যাচ্ছে মহেশখালীতে। গতকাল ৫ সেপ্টেম্বর সকাল ৮ টায় আধারঘোনা আলী আক্কাসের মেয়ে কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী কাফিয়া আকতার স্কুলে যাওয়ার পথে অদক্ষ চালকের কারণে টমটমের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন । আহত স্কুল ছাত্রীকে উদ্ধার করে চকরিয়া জমজম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে জমজম হাসপাতাল থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয় । সেখানেও তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানান আহত স্কুল ছাত্রীর পরিবার । রাস্তায় বেপরোয়া টমটম , অদক্ষ , কম বয়সী চালকের কারনে বার বার দুর্ঘটনার ঘটলেও সংশ্লিষ্ট প্রশাসন টমটমের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় সড়কে প্রতিদিন কোন না কোন স্থানে ঘটছে দুর্ঘটনা ঘটে চলছে।
দেশবিদেশ /০৬ সেপ্টেম্বর ২০১৮/নেছার
Posted ১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
dbncox.com | ajker deshbidesh