| সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
ওরে বাটপার খ্যাত মহেশখালীর নোমানুল কাজী
নিজস্ব প্রতিবেদক, মহেশখালী:
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়া এলাকার মওঃ নোমানুল কাজী’কে নিজ বাড়ী থেকে ১৩ ই ডিসেম্বর রাতে আটক করে মহেশখালী থানা পুলিশ। বেসরকারি শিক্ষক নিবন্ধনের সনদ জালিয়াতির প্রমাণ পাওয়ায় আটককৃত কাজী নোমানুল হকের বিরুদ্ধে গগত ২৯ জুন মামলা করার নির্দেশ দিয়েছে এনটিআরসিএ। আটককৃত শিক্ষক কক্সবাজারের মহেশখালী উপজেলার তাজিয়াকাটার সুমাইয়া র. বালিকা দাখিল মাদ্রাসার সাবেক সুপার। ও একই এলাকার মরহুম মাওলানা শামসুল ইসলামের পুত্র।
সনদ যাচাই প্রতিবেদনের পর ভুয়া সনদধারীদের বিরুদ্ধে মামলারও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মহেশখালী থানার ওসি আবদুল হাই বলেন, আটককৃত শিক্ষক নোমানুল কাজীর বিরুদ্ধে জালিয়াতির মামলা রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার মামলা হওয়ায় খুব শীঘ্রই আমরা সদর মডেল থানায় আসামিকে সোপর্দ করব।
উল্লেখ্য এই নোমানুল কাজী বীমা কোম্পানীতে চাকুরী করার সময়ে অসংখ্য গ্রাহকের কাছে বাটপারি করার কারণে “ওরে বাটপার” নামে পরিচিতি পায়।
এডিবি/জেইউ।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০
dbncox.com | ajker deshbidesh